ধরা পড়লো চোর
ইমাম আবু হানীফা রহ. এর প্রতিবেশীর একবার একটি ময়ূর হারিয়ে গেলো। ময়ূরটি ছিলো তার খুব প্রিয়। সে শখ করে এটি পালতো । অনেক খোঁজাখুঁজি করেও ময়ূরের কোনো সন্ধান পাওয়া গেলো না ।
পরিশেষে লোকটি ইমাম আবু হানীফা রহ. এর নিকট এসে জানালো এবং তা পাওয়ার কোনো উপায় বের করার আবেদন করলো ।
ইমাম আবু হানীফা রহ. বললেন, কোনো চিন্তা করো না। চুপ থাকো। আর কারো নিকট বলার দরকার নেই। আল্লাহ তোমাকে সাহায্য করবেন ।
সকালে ইমাম আবু হানীফা রহ. মসজিদে গেলেন এবং উপস্থিত লোকদেরকে বিভিন্ন কথার ফাঁকে বললেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তির লজ্জা করা উচিত, যে নিজের প্রতিবেশীর ময়ূর চুরি করে নামায পড়তে এসেছে। অথচ চুরি করা ময়ূরের পালক এখনো তার মাথায় লেগে আছে।
যে লোক ময়ূর চুরি করেছিলো, সে ইমাম আবু হানীফা রহ. এর কথা শুনে মাথায় হাত বুলাতে লাগলো ।
ইমাম আবু হানীফা রহ. বুঝে নিলেন, এই লোকই ময়ূর চুরি করেছে। পরে যখন সকলে চলে গেলো, তখন ইমাম আবু হানীফা রহ. লোকটিকে ডেকে বুঝালেন, ভাই! তুমি ময়ূরটি ফিরিয়ে দাও। লোকটি ময়ূর ফিরিয়ে দিলো। আর এভাবেই সকলের অগোচরে ধরা পড়লো চোর।
তথ্যসূত্র:
বই : ইমাম আযম আবু হানীফা রহ. এর ঈমানদীপ্ত গল্প
লেখক : মুফতি মাহফুজ মোসলেহ