এক গ্রামের পাশাপাশি দুই মসজিদে ইতিকাফ করা কি জরুরী?
প্রশ্ন
From: মো:শামীম বড়াইগ্রাম নাটোর
বিষয়ঃ একটি গ্রামে দুইটি মাসজিদ হলে এত্তেকাফ কি দুটাতে অব্যশক?
আস্সালামু আলাইকুম
সম্মানিত মুফতি সাহেব আমাদের গ্রামে পাশাপাশি দুইটি মাসজিদ আছে একটিতে এত্তেকাফ চলছে আরেকটিতে এবার কেউ এত্তেকাফে কেউ নেই প্রশ্ন এতে কি সবার আদায় হবে?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পাশাপাশি মসজিদে ইতিকাফ করলেই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া আদায় হয়ে যাবে। তবে উত্তম হল, প্রতিটি জামে মসজিদেই আলাদা ইতিকাফ করা।
فَإِذَا قَامَ بِهَا الْبَعْضُ سَقَطَ الطَّلَبُ عَنْ الْبَاقِينَ (رد المحتار، كتاب الصوم، باب الاعتكاف-3/430 زكريا، مجمع الانهر-1/376)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]