ফেঁসে গেলো হিংসুক : বেঁচে গেলেন আবু হানীফা রহ.
খলীফা মানসুরের দরবারে আবুল আব্বাস তূসী নামক এক আমলা ছিলো। সে ইমাম আবু হানীফা রহ.-কে পছন্দ করতো না । ইমাম আবু হানীফা রহ. এর গ্রহণযোগ্যতা দেখে সে হিংসার আগুনে জ্বলতো ।
একবার ইমাম আবু হানীফা রহ. খলীফা মানসূরের দরবারে উপস্থিত হলেন। এটাকে সুযোগ মনে করে আবুল আব্বাস ইমাম আযমকে বিপদে ফেলার ফন্দি আঁটলো ।
সে একপর্যায়ে দরবারের মধ্যেই জিজ্ঞেস করলো, হে আবু হানীফা! আমীরুল মুমিনীন যদি আমাদের কাউকে নির্দেশ দেন, অমুক ব্যক্তিকে হত্যা করো, কিন্তু লোকটির অপরাধ কী তা জানা নেই, তাহলে আমাদের জন্য কি তাকে হত্যা করা জায়িয হবে?
ইমাম আবু হানীফা রহ. জিজ্ঞেস করলেন, আবুল আব্বাস! আমীরুল মুমিনীন যে নির্দেশ দেন, তা কি ভুল না সঠিক? আবুল আব্বাস বললো, আমীরুল মুমিনীন অন্যায় হুকুম কেন দেবেন? তার সকল হুকুমই তো সঠিক ও ন্যায়সঙ্গত ।
ইমাম আবু হানীফা রহ. বললেন, সঠিক ও ন্যায়সঙ্গত হুকুম বাস্তবায়ন করতে সমস্যা কী?
ইমাম আবু হানীফা রহ. এর উপস্থিত জবাব শুনে আবুল আব্বাস ভ্যাবাচেকা খেয়ে গেলো। হেসে উঠলো ভরা মজলিস। আবুল আব্বাস লজ্জিত হলো এবং যে ফাঁদে ইমাম আযম রহ.-কে ফাঁসাতে চেয়েছিলো, তাতে সে নিজেই ফেঁসে গেলো।
তথ্যসূত্র:
বই : ইমাম আযম আবু হানীফা রহ. এর ঈমানদীপ্ত গল্প
লেখক : মুফতি মাহফুজ মোসলেহ