হাঁচির সুন্নাত

হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তা’আলা হাঁচি পছন্দ করেন এবং হাই অপছন্দ করেন। -সহীহ বুখারী

১. হাঁচি দিয়ে الحمد لله বলা সুন্নাত ৷

২. কেউ হাঁচিদাতার الحمد لله শুনলে জওয়াবে يرحمك الله বলা।

৩. হাঁচির জওয়াবে কেউ يرحمك الله বললে হাঁচি দাতা আবার يهديكم الله ويصلح بالكم বলা।

৪. হাঁচির সময় হাত কিংবা কাপড় দিয়ে মুখ ঢাকা এবং আওয়াজকে যথাসম্ভব নিচু রাখা। – আবু দাউদ, জামে তিরমিযী

৫. হাঁচি নিম্নস্বরে দিতে চেষ্টা করা।

৬. পর পর তিনবার হাঁচির জবাব দিবে। এর চেয়ে বেশি হাঁচি দিলে সেটা হলো সর্দি। -আবূ দাউদ

৭. হাঁচিদাতা উচ্চস্বরে الحمد لله বলবে যাতে শুনতে পায় এবং সে জবাবের হকদার হতে পারে। -মাজাহেরে হক

৮. নামাযরত অবস্থায় হাঁচি আসলে الحمد لله পড়বে না। বলে ফেললে কোনো সমস্যা নেই। যদি কারো হাঁচির জবাবে يرحمك الله বলে ফেলে তাহলে নামায ভেঙ্গে যাবে। -বেহেশতী জেওর তথ্যসূত্রঃ

কিতাবঃ তা’লীমুস সুন্নাহ ও আমালে প্রচলিত ভুল সংশোধন সংকলকঃ অধ্যক্ষ মুহাম্মাদ মিজানুর রহমান চৌধুরী খলীফা – মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহঃ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *