হাই ঠেকানোর আদব

১. হাই এলে যথাসাধ্য ঠেকাতে চেষ্টা করা। অর্থাৎ মুখ বন্ধ করে রাখবে। এর নিয়ম হলো ঠোঁট খুব চেপে রাখবে এবং নিচের ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরবে। —মাজাহেরে হক এভাবে করার দ্বারা মুখতো খুলবে না, অনাকাঙ্ক্ষিত আওয়াজও হবে না এবং মুখের আকৃতিও বেশি বিগরাবে না। হাই আটকানো না গেলে শয়তান কুমন্ত্রণা দেয়ার বেশি সুযোগ পেয়ে যাবে। -মাআরিফুল হাদীস

২. হাই আসলে বাম হাতের পিঠ মুখে রাখা। নামাযে দাঁড়ানো অবস্থায় হাই আসলে বাম হাতের পরিবর্তে ডান হাত দ্বারা মুখ বন্ধ রাখা।

৩. কারো কারো মতে হাই প্রতিরোধের উত্তম কৌশল হলো, হাই আসার সঙ্গে সঙ্গে মনে এই খেয়াল সৃষ্টি করবে যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কখনোও হাই আসেনি। শুধুমাত্র এই খেয়াল করার দ্বারাই হাই বন্ধ হয়ে যাবে। –মাজাহেরে হক

৯. হাই এলে لا حول ولا قوه الا بالله“শক্তি-সামর্থ্য একমাত্র আল্লাহরই” পড়া।

তথ্যসূত্রঃ

কিতাবঃ তা’লীমুস সুন্নাহ ও আমালে প্রচলিত ভুল সংশোধন সংকলকঃ অধ্যক্ষ মুহাম্মাদ মিজানুর রহমান চৌধুরী খলীফা – মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহঃ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *