হজ্বে পাথর নিক্ষেপ ছুটে গেলে করণীয় কী?

প্রশ্ন

আমি ২০১৩ তে নিজের ফরজ হজ্জ্বের সময় ভুলে ১০ শে জিলহজ্জ ছোট শয়তানকে বড় শয়তান মনে করে পাথর মারি অর্থাৎ বড় শয়তানকে পাথর মারিনি। আমি সাথিদের হারিয়ে আরেক বাংগালি দলের সাথে পাথর মেরেছি।  আমি প্রবল ধারনা করছি তখন ছোট শয়তানকে কংকর মারা হয়ছে। অর্থাৎ টের পায়ছি ২০১৭ সনে হজ্জ্বে এসে, যখন আমি আমার দাদার বদলী হজ্জ্বের জন্য তামাত্তু হজ্জ্বের নিয়ত করে উমরা শেষ করেছি এবং হজ্জ্বের জন্য অপেক্ষা করছি। এমতাবস্থায় আমার ২০১৩ সনের ফরজ হজ্জ্ব এবং বর্তমানের বদলী হজ্জ্বের বর্তমান অবস্থা কি? সমস্যাগুলির সমাধান কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

পাথর নিক্ষেপ ছুটে গেলে যিম্মায় “দম” তথা একটি কুরবানীতুল্য একটি বকরী জবাই করা আবশ্যক হয়।

আর এ ‘দম’টি হারামের সীমানায় তথা মিনা ইত্যাদিতে দেয়া আবশ্যক।

তাই আপনার উচিত এ বছর একটি দম দিয়ে দেয়া। তাহলেই আপনি যিম্মা মুক্ত হয়ে যাবেন।

আর এ বছরের কৃত বদলী হজ্বের মাঝে পূর্বের হজ্বের জন্য কোন প্রকার ক্ষতি হবে না। তা যথা নিয়মে আদায় করলে তা পূর্ণ হয়ে যাবে। [ফাতাওয়া মাহমূদিয়া-১৫/৪৯৯-৫০০]

ومن ترك الجمار كلها او رمى واحدة او جمرة يوم النحر فعليه شاة (الهندية-2/247/ سكب الانهر-1/434، النهر الفائق-2/129)

الثامن ذبحه فى الحرم فلو ذبح فى غيره لا يجزيه عن الذبح الخ (غنية الناسك-140، سكب الانهر-1/459

والله اعلم بالصواب

উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *