ইসলাম

হারাম শরীফ প্রশস্ত করার ঘটনা

খলীফা আবু জাফর মানসুর একবার হজ্জে গিয়ে মসজিদে হারামকে প্রশস্ত করার ইচ্ছা করলেন। মসজিদে হারামের আশ-পাশের জমির মালিকদের জমির মূল্য দেয়ার কথা বললেন। কিন্তু তারা জমি ছাড়তে রাজী হচ্ছিলো না। এতে খলীফা আবু জাফর মানসুর খুবই পেরেশান হচ্ছিলেন। তিনি জোর পূর্বকও নিতে চাচ্ছিলেন না ।

সে বছর ইমাম আবু হানীফা রহ.-ও হজ্জে গিয়েছিলেন। তিনি খলীফা মানসুরের পেরেশানীর কথা জানতে পারলেন। খলীফার সাথে দেখা করে তিনি বললেন, আমীরুল মুমিনীন! বিষয়টি তো খুব সহজেই সমাধান করা যায় ।

আপনি জমির মালিকদের একত্রিত করার আদেশ দিন। তারা একত্রিত হলে তাদেরকে জিজ্ঞেস করুন, কাবা শরীফ কি তোমাদের প্রতিবেশী হয়ে এসেছে, না তোমরা কাবা শরীফের প্রতিবেশী হয়ে এসেছো? যদি তারা বলে, কাবা তাদের প্রতিবেশী হয়ে এসেছে, তাহলে বলবেন, এটা মিথ্যাকথা। আর যদি তারা জবাব দেয়, তারা কাবা শরীফের প্রতিবেশী হয়ে এসেছে, তাহলে তাদেরকে বলবেন, এখন তো হাজীদের সংখ্যা বেড়ে গেছে। কাবার চত্বর তার মেহমানদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে। তাই কাবা শরীফ তার আশ- পাশের জায়গা পাওয়ার বেশি হকদার। এ জন্য তোমাদের জমি খালি করে দেয়া উচিত।

খলীফা আবু জাফর মানসুর জমির মালিকদের ডেকে এভাবে বলার পর সকলে স্বীকার করলো যে, আমরা কাবার প্রতিবেশী হয়ে এসেছি। এরপর সকলে জমি বিক্রির জন্য রাজি হয়ে গেলো ।

তথ্যসূত্র:

বই : ইমাম আযম আবু হানীফা রহ. এর ঈমানদীপ্ত গল্প

লেখক : মুফতি মাহফুজ মোসলেহ

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *