প্রশ্নোত্তর

ইতিকাফকারীর জন্য জন্য কী কী শর্ত থাকা জরুরী?

প্রশ্ন

ইতিকাফকারীর জন্য জন্য কী কী শর্ত থাকা জরুরী? বিস্তারিত জানালে ভালো হতো।

উত্তর
بسم الله الرحمن الرحيم

সুন্নত ও ওয়াজিব ইতিকাফকারীর জন্য কতিপয় শর্ত রয়েছে। যথা-

, মুসলমান হতে হবে। সুতরাং কাফেরের ইতিকাফ গ্রহণযোগ্য নয়।

, আকেল ও বালেগ হতে হবে। সুতরাং পাগল ও নাবালেগের ইতিকাফ গ্রহণযোগ্য হবে না।

, নিয়ত থাকতে হবে। নিয়ত ছাড়া মসজিদে অবস্থানের দ্বারা ইতিকাফ আদায় হবে না।

, পুরুষের ইতিকাফ শুদ্ধ হবার জন্য এমন মসজিদে ইতিকাফ করতে হবে, যেখানে পাঁচ ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় হয়। সুতরাং বিরান মসজিদে একাকী ইতিকাফ শুদ্ধ হবে না।

, মু’তাকিফের জন্য রোযা রাখা আবশ্যক। সুতরাং রোযা রাখা ছাড়া ইতিকাফ শুদ্ধ হবে না।

, মু’তাকিফের জন্য গোসল ফরজ হওয়া থেকে মুক্ত থাকতে হবে। যদি গোসল ফরজ হয়ে যায়, তাহলে তৎক্ষণাৎ গোসল করে নিতে নিতে হবে।

নারীদের জন্য হায়েজ ও নেফাস থেকে মুক্ত থাকতে হবে।

সুতরাং গোসল ফরজ থাকা অবস্থায় ইতিকাফ শুদ্ধ হবে না।

اما شروطه فمنها النية….، ومنها مسجد الجماعة فيصح فى كل مسجد له أذان وإقامة هو الصحيح…، والصوم وهو شرط الواجب منه والاسلام والعقل والطهارة عن الجنابة والحيض والنفاس (الفتاوى الهندية-1\211، حاشية الطحطاوى على مراقى الفلاح-381، تبيين الحقائق-2\222)

هو لبث ذكر ولو مميزا فى مسجد جماعة هو ماله امام ومؤذن أديت فيه الخمس أو لا (الدر المختار-3\429)

والله اعلم بالصواب

উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইলahlehaqmedia2014@gmail.com

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *