জাহান্নামীদের চেহারা

আল্লাহ তা’আলা জাহান্নামীদের এমন কালো কুৎসিত চেহারায় পরিণত করবেন, যেন তা অন্ধকার রাত্রি সমতুল্য । আল্লাহ তা’আলা বলেন,

يَوْمَ تَبْيَضُ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوْهُ فَأَمَّا الَّذِيْنَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيْمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ –

‘সেদিন কতক মুখ উজ্জ্বল হবে এবং কতক মুখ কালো হবে। যাদের মুখ কালো হবে তাদেরকে বলা হবে, ঈমান আনায়নের পর কি তোমরা সত্য প্রত্যাখ্যান করেছিলে? সুতরাং তোমরা শাস্তি ভোগ কর, যেহেতু তোমরা সত্য প্রত্যাখ্যান করতে’ (সূরা আল-ইমরান ৩/১০৬)।

তিনি অন্যত্র বলেন,

وَالَّذِيْنَ كَسَبُوا السَّيِّئَاتِ جَزَاءُ سَيِّئَةِ بِمِثْلِهَا وَتَرْهَقُهُمْ ذِلَّةٌ مَا لَهُمْ مِنَ اللَّهِ مِنْ عَاصِمٍ كَأَنَّمَا أُغْشِيَتْ وُجُوهُهُمْ قِطَعًا مِنَ اللَّيْلِ مُظْلِمًا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيْهَا خَالِدُونَ –

‘যারা মন্দ কাজ করে তাদের প্রতিফল অনরূপ মন্দ এবং তাদেরকে হীনতা আচ্ছন্ন করবে, আল্লাহ হতে তাদেরকে রক্ষা করার মত কেউ নাই, তাদের মুখমণ্ডল যেন রাত্রির অন্ধকার আস্তরণে আচ্ছাদিত। তারা অগ্নির অধিবাসী, সেথায় তারা স্থায়ী হবে’ (সূরা ইউনুস ১০/২৭)।

তিনি অন্যত্র বলেন, وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِيْنَ كَذَبُوْا عَلَى اللهِ وُجُوهُهُمْ مُسْوَدَّةٌ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوَى الْمُتَكَبِّرينَ

‘যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে, কিয়ামতের দিন আপনি তাদের মুখ কালো দেখবেন। অহংকারীদের আবাসস্থান জাহান্নামে নয় কি? (সূরা যুমার.৩৯/৬০)

তিনি অন্যত্র বলেন, وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ – تَرْهَقُهَا قَتَرَةٌ – أُولَئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ –

‘আর অনেক মুখমণ্ডল সেদিন হবে ধূলিধূসরিত। তাদেরকে কালিমা অচ্ছন্ন করে রাখবে।তারাই কাফের পাপিষ্ঠের দল।(সূরা আবাসা,৮০/৪০-৪২)

তিনি অন্যত্র বলেন, وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ تَظُنُّ أَنْ يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ

‘আর সেদিন অনেক মুখমণ্ডল বিবর্ণ হয়ে পড়বে, তারা আশংকা করবে যে, এক ধ্বংসকারী বিপর্যয় তাদের প্রতি আপতিত হবে’ (ক্বিয়ামাহ ৭৫/২৪-২৫)।

তিনি অন্যত্র বলেন, وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ – عَامِلَةٌ نَاصِبَةٌ تَصْلَى نَارًا حَامِيَةٌ- ‘সেদিন অনেক মুখমণ্ডল হবে লাঞ্ছিত, ক্লিষ্ট, ক্লান্ত। তারা জ্বলন্ত আগুনে পতিত হবে। (কিয়ামাহ,৭৫,২৪-২৫)

تَلفحُ وُجُوْهَهُمُ النَّارُ وَهُمْ فِيْهَا كَالحُوْنَ –

‘আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বীভৎস আকার ধারণ করবে। (সূরা মুমিনুন ২৩/১০৪)

তথ্যসূত্র:

জাহান্নামের ভয়াভহ আযাব

শরীফুল ইসলাম বিন জয়নাল আবেদীন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *