জামা-পায়জামা, লুঙ্গি,টুপি ও পাগড়ি পরিধানের সুন্নাত নিয়ম
জামা-পায়জামা পরিধান করার সুন্নাত নিয়ম
১. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা.-এর জামা মুবারক পায়ের গিরা পর্যন্ত লম্বা ছিল ।
২. হযরত আসমা রা. বলেন, রাসূলুল্লাহ সা.-এর জামার আস্তিন হাতের কবজি পর্যন্ত হতো ।
লুঙ্গি পরিধানের সুন্নাত নিয়ম
১. রাসূলুল্লাহ সা.-এর সাদা রংঙ্গের লুঙ্গি ছিল এবং তিনি সাদা রং পছন্দ করতেন। (বুখারী শরীফ)
২. রাসূলুল্লাহ সা.-এর লুঙ্গি সর্বদা অর্ধনালা বরাবর রাখতেন। (আবু দাউদ, হাদীস নং ৩৫৬২)
টুপি পরিধানের সুন্নাত নিয়ম
১. রাসূলুল্লাহ সা. সাদা কাপড়ের এমন টুপি পরতেন যা মাথার সাথে লেগে থাকত ৷
২. পাগড়ির নিচে টুপি পরিধান করা সুন্নাত । (তিরমিযী, হাদীস নং : ১৬৫৭)
পাগড়ি বাঁধার সুন্নাত নিয়ম
১. ডানদিক হতে পাগড়ি পরিধান করা সুন্নাত।
২. পাগড়ির দুটি শিমলাই পিছনে ঝুলিয়ে দেয়া সুন্নাত। (মুসলিম, হাদীস : ১/৪৪০)
৩. পাগড়ি কালো, সাদা, সবুজ এ তিনটি রং হতে যে কোনো রং-এর হওয়া সুন্নাত। (আবু দাউদ, হাদীস নং : ৩৫৫৪)
তথ্যসূত্র :
বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত
লেখক: শাইখ খালীল আল হোসেনান
অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্ মুহাম্মাদ আবদুর রাহীম