যেমন হবে জান্নাতিদের শরীরের গঠন
মানুষ জান্নাত থেকে পৃথিবীতে এসেছে। নির্ধারিত সময় শেষে আবার জান্নাতেই ফিরে যাবে। তবে পৃথিবীতে বসবাসের এই সময়টা মানুষের জন্য পরীক্ষার। নিজেকে তার আদি বাড়ি জান্নাতে বসবাসের জন্য উপযোগী করে তোলার। পৃথিবীতে আসার পর অনেকেই শয়তান এবং নফসের প্ররোচনায় পড়ে তার চিরস্থায়ী সুখ-শান্তির ঠিকানার বিপরীতে চিরস্থায়ী অশান্তির জীবন জাহান্নামে নিজের আবাস্থল বানিয়ে নেবেন।
তবে যারা শয়তানের প্ররোচনা থেকে নিজেকে রক্ষা করে পৃথিবীতে আগমনের উদ্দেশ্য মনে রেখে নেক আমল করবে, পাপাচার, অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখবে, তাদের জন্যই রয়েছে চিরস্থায়ী জান্নাত।
জান্নাতিদের শরীরের গঠনের বিষয়ে কুরআন ও সহীহ হাদিসে কিছু বর্ণনা পাওয়া যায়। এখানে সংক্ষেপে জান্নাতিদের শরীরের গঠন ও বৈশিষ্ট্য তুলে ধরা হলো:
১. সুন্দর এবং অনুপম রূপ
জান্নাতিরা হবে অতি সুন্দর। তাদের সৌন্দর্য এমন হবে, যা পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথে তুলনা করা যায় না।
আল্লাহ তায়ালা এরশাদ করেন: إِنَّآ أَنشَأۡنَـٰهُنَّ إِنشَآءً۬ فَجَعَلۡنَـٰهُنَّ أَبۡكَارًا عُرُبًا أَتۡرَابًا “নিশ্চয়ই আমরা তাদের (জান্নাতের নারীদের) বিশেষ রূপে সৃষ্টি করেছি এবং তাদেরকে কুমারী বানিয়েছি, প্রেমময়ী এবং সমবয়সী।” (সূরা আল-ওয়াকিয়া: ৩৫-৩৭)
রাসূলুল্লাহ ﷺ বলেন, “জান্নাতিরা জান্নাতে এমন সৌন্দর্যের অধিকারী হবে, যা তারা আগে কখনও দেখেনি।” (বুখারী ও মুসলিম)
২. উচ্চতা ও আকৃতি
জান্নাতিদের উচ্চতা হবে হজরত আদম (আ.)-এর উচ্চতার মতো, যা প্রায় ৬০ হাত (প্রায় ৯০ ফুট) লম্বা।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন “আল্লাহ জান্নাতবাসীদেরকে আদম (আ.)-এর আকৃতিতে সৃষ্টি করবেন। তার উচ্চতা ছিল ৬০ হাত।” (সহীহ বুখারী: ৩৩২৬, সহীহ মুসলিম: ২৮৪১)
৩. চিরযৌবন ও রোগমুক্ত শরীর
জান্নাতিরা চিরকাল যুবক থাকবে। তাদের দেহে কখনো কোনো রোগ, ক্লান্তি বা দুর্বলতা আসবে না।
রাসূল (সা:) এরশাদ করেন : “জান্নাতবাসীরা এমন অবস্থায় থাকবে যে, তারা কখনো বৃদ্ধ হবে না, কখনো অসুস্থ হবে না, কখনো ক্লান্ত হবে না এবং কখনো ধুলো-ময়লায় পড়বে না।” (সহীহ মুসলিম: ২৮৩৬)
৪. অমরত্ব ও আলোকিত মুখমণ্ডল
জান্নাতিদের শরীর চিরকাল অমর থাকবে। তাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল এবং খুশি-খুশি।
আল্লাহ তায়ালা এরশাদ করেন: وُجُوهٌ۬ يَوۡمَٮِٕذٍ۬ نَّاضِرَةٌ إِلَىٰ رَبِّہَا نَاظِرَةٌ “সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল থাকবে, তারা তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে।” (সূরা আল-কিয়ামাহ: ২২-২৩)
৫. হৃদয়ের পবিত্রতা
জান্নাতিদের অন্তর থেকে সকল হিংসা ও শত্রুতা মুছে ফেলা হবে।
আল্লাহ তায়ালা এরশাদ করেন: وَنَزَعۡنَا مَا فِى صُدُورِهِم مِّنۡ غِلٍّ إِخۡوَٲنً۬ا عَلَىٰ سُرُرٍ۬ مُّتَقَـٰبِلِينَ “আমরা তাদের অন্তর থেকে শত্রুতা দূর করে দেব। তারা ভাই ভাই হয়ে, সিংহাসনের উপর বসে থাকবে।” (সূরা আল-হিজর: ৪৭)
৬. সুগন্ধি শরীর
জান্নাতিদের দেহ হবে সুগন্ধিময়, তাদের ঘামও হবে সুগন্ধি।
রাসূল (সা:) এরশাদ করেন : “জান্নাতবাসীর ঘাম হবে মিশকের মতো সুগন্ধি।”(সহীহ বুখারী: ৩৩২৭)
৭. পরিষ্কার ও নিখুঁত চেহারা
জান্নাতিদের চেহারা হবে মোহনীয়। তাদের শরীর থাকবে নিখুঁত।
রাসূল (সা:) এরশাদ করেন : “জান্নাতবাসীদের প্রত্যেকের চেহারা থাকবে হযরত ইউসুফ (আ.)-এর মতো সুন্দর।” (তিরমিজি: ২৪৪৪)
সংকলক: মুফতি রাশেদুল ইসলাম
ইফতা: জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা,মসজিদুল আকবর কমপ্লেক্স