ইবাদত

জন্মের পরপরই সন্তানকে ইসলামি কালিমা শুনানো

জন্মের পর পউপরই সন্তানকে ইসলামি কালিমা শুনানো অর্থাৎ আযান ও ইকামত শোনানোর মাধ্যমে সন্তানকে পৃথিবীর আলোয় আসার সাথে সাথেই তার কর্ণকুহরে আল্লাহ তা’আলার প্রভুত্ব, শ্রেষ্ঠত্ব ও সার্বভৌমত্বের বাণী এবং কালিমায়ে শাহাদাতের বাণী শুনিয়ে ইসলামের ছায়াতলে আসার মাহ্বান জানানো। এ যেন ইসলাম গ্রহণের ‘তালকীন’ দেওয়ার মহড়া ।

যেমন মুমূর্ষু ব্যক্তির মৃত্যু ঘনিয়ে এলে তার কানে কালিমায় তাওহীদের তালকীন’ দেওয়া হয়।” আযান ও ইক্বামতের বাণী শোনানোর উপকার হচ্ছে এতে শয়তান দূরে সরে যায়। তাছাড়া এর মাধ্যমে নবজাতকের ইসলামের আহ্বান প্রথমেই স্মরণ করিয়ে দেওয়া হয়। এবং এর মাধ্যমে আল্লাহর ইবাদাতের প্রতি আমন্ত্রণ জানানো হয়। কেননা, ইসলামের স্বভাব ধর্মেই তার জন্ম এবং দুনিয়ার জীবনে তাকে এ ইসলামেরই আলোকে পরিচালিত করতে হবে। এভাবে নবজাতককে প্রথম হতেই ইসলামের শাশ্বত জীবনবোধ, প্রত্যয় ও আকীদার ওপরে প্রতিষ্ঠা করা এবং শয়তান ও অন্যান্য মতবাদের বেড়াজাল থেকে বের করে খাঁটি আল্লাহর বান্দা হওয়ার আহ্বান করা হয়।

তথ্যসূত্র :

বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত

লেখক: শাইখ খালীল আল হোসেনান

অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্‌ মুহাম্মাদ আবদুর রাহীম

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *