ইসলাম

কাজ হলো কসমও বহাল থাকলো

জনৈক ব্যক্তি এভাবে কসম করলো যে, আমি রমযান মাসে দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস করবো। ফলে এখন যদি সে সহবাস করে, তাহলে তো রোযা ভাঙার কাফ্ফারা আদায় করতে হবে এবং বিনা ওযরে রোযা ভাঙার গুনাহও হবে।

আর যদি রমযানের দিনে স্ত্রীর সাথে সহবাস না করে, তাহলে কসম ভাঙার কাফ্ফারা আদায় করতে হবে।

লোকটি পেরেশান হয়ে গেলো। সমাধানের জন্য অনেক আলেমের নিকট গেলো । কিন্তু কোনো সমাধান পেলো না । পরিশেষে ইমাম আবু হানীফা রহ. এর নিকট এর সমাধান জানতে চাইলো। ইমাম আবু হানীফা রহ. সাথে সাথেই বলে দিলেন, তুমি স্ত্রীকে নিয়ে সফরে বের হয়ে যাও এবং সফরে গিয়ে সহবাস করো। তাহলে সবই ঠিক থাকবে। কারণ, মুসাফির অবস্থায় রোযা না রাখা জায়িয।

তথ্যসূত্র:

বই : ইমাম আযম আবু হানীফা রহ. এর ঈমানদীপ্ত গল্প

লেখক : মুফতি মাহফুজ মোসলেহ

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *