কাপড় পরিধান এবং খোলার সুন্নাত
১। কাপড় পরা এবং খুলে রাখার সময় বিসমিল্লাহ পড়া সুন্নাত
بِسْمِ اللهِ “বিসমিল্লাহ” তথা আল্লাহর নামে খুলে রাখলাম ।
ইমাম আন নববী রহ. বলেন, সকল কাজের শুরুতেই বিসমিল্লাহ পড়া উচিত । যদিও পোশাক পরিধান ও খোলার সময় বিসমিল্লাহ বলার কোনো দলিল নেই, কিন্তু সাধারণভাবে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলার নিয়মানুসারে এখানেও বিসমিল্লাহ বলা উচিত ।
২। পোশাক পরিধানের সময় দু’আ পাঠ করা সুন্নাত
এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা. এর হাদীস- عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: وَمَنْ لَبِسَ ثَوْبًا فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي ، وَلَا قُوَةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَرَ
হযরত সাহল বিন মুয়ায বিন আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন,নিশ্চয়ই রাসূলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি কাপড় পরিধান করার সময় বলবে: ‘সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এটা পরিধান করিয়েছেন এবং আমার শক্তি ও সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটা দান করেছেন’। আর যে এটা পড়বে তার অতীত-বর্তমান গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। (”আবু দাউদ, হাদীস নং: ৪০২৩)
৩। কাপড় পরিধানের সময় ডান দিক থেকে শুরু করা সুন্নাত
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا لَبِسْتُمْ ، وَإِذَا تَوَضَّأْتُمْ ، فَابْدَءُوا بِأَيَا مِنكُمْ .
“হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেন: যখন তোমরা পোশাক পরিধান করবে এবং ওযু করবে তখন ডান দিক থেকে শুরু করবে । ”(আবু দাউদ, হাদীস নং: ৪১৪১)
এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা. এর অন্য হাদীস- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَبِسَ قَبِيصًا بَدَأَ بِمَيَامِنِهِ.
“হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. যখনই জামা পরতেন তখন ডান দিক দিয়ে শুরু করতেন। ( সুনানে তিরমিযী, হাদীস নং: ১৭৬৬ )
৪। পরিধেয় বস্তু বাম দিক থেকে খোলা
৫। পুরুষদের উত্তম পোশাক হলো পাঞ্জাবি
এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা. এর হাদীস সুন্নাত عَن أَمْ سَلَمَةَ، قَالَتْ: «كَانَ أَحَبُّ القِيَابِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقَمِيصَ.
“উম্মে সালামাহ (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলের (স) কাছে অতি পছন্দনীয় কাপড় ছিল পাঞ্জাবি।(সুনানে আবু দাউদ, হাদীস নং: ৪০২৫)
তথ্যসূত্র :
বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত
লেখক: শাইখ খালীল আল হোসেনান
অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্ মুহাম্মাদ আবদুর রাহীম