মজলিসের সাথে সম্পৃক্ত কিছু নিষিদ্ধ কাজ
১। মজলিস স্থল থেকে অনুমতি ব্যতীত প্রস্থান করা নিষিদ্ধ
এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা. এর হাদীস :
عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِذَا زَارَ أَحَدُكُمْ قَوْمًا فَلَا يُصَلِّيَنَ بِهِمْ .
“হযরত মালিক বিন হুয়াইরিস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি: যখন তোমাদের কেউ তার কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে গিয়ে সেখানে কিছুক্ষণ বসে, তখন সে যেন তার অনুমতি ছাড়া সেখান থেকে না আসে। সুনানে নাসায়ী শরীফ; হাদীস নং; ৭৮৭।
২। মজলিসে অন্যের ঘাড় টপকিয়ে সামনে অগ্রসর হওয়া নিষিদ্ধ
এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা. এর হাদীস : عَنْ أَبي الزَّاهِرِيَّةِ قَالَ : جَاءَ رَجُلٌ يَتَخَطَّى رِقَابَ النَّاسِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فَقَالَ لَهُ : اجْلِسُ فَقَدْ آذَيْتَ وَانْيْتَ
“হযরত আবু যাহিরিয়্যাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. খুতবা দিচ্ছিলেন, এ অবস্থায় এক ব্যক্তি মানুষের ঘাড় টপকিয়ে অগ্রসর হচ্ছিল, রাসূলুল্লাহ সা. তাকে বললেন: বসো ! তুমি এমনিতেই দেরিতে এসেছো আবার মানুষদেরকে কষ্ট দিচ্ছ। সহীহ ইবনে খুযাইমা; হাদীস নং: ১৮১১ ৷
৩। কাউকে উঠিয়ে সে জায়গায় নিজে বসা নিষিদ্ধ
এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা. এর হাদীস عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا يُقِيمُ الرَّجُلُ الرَّجُلَ مِنْ مَقْعَدِهِ، ثُمَّ يَجْلِسُ فِيهِ وَلَكِنْ تَفَسّحُوا وَتَوَشَعُوا .
“হযরত আব্দুল্লাহ বিন ওমর রা. থেকে বর্ণিত, তিনি নবী করীম সা. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সা. বলেন, কেউ যেন অন্যকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে সেখানে নিজে না বসে। বরং সে উপস্থিত সকলকে উদ্দেশ করে অনুরোধ করবে (আমাকে বসার জন্য একটু জায়গা করে দিন)।সহীহ মুসলিম শরীফ;, হাদীস নং: ২১৭৭।
৪। কুর’আন সুন্নাহ তথা শরীয়াহ বিরোধী বৈঠকে বসা নিষিদ্ধ
এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ إِنَّ اللَّهَ جَامِعُ الْمُنَافِقِينَ وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا.
“আর কু’রআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে, যখন আল্লাহ্ তা’আলার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা হতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গান্তরে চলে যায়। তা না হলে তোমরাও তাদেরই মতো হয়ে যাবে। আল্লাহ্ দোযখের মাঝে মুনাফিক ও কাফিরদের একই জায়গায় সমবেত করবেন ।”সূরা নিসা ৪: ১৪০।
তথ্যসূত্র :
বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত
লেখক: শাইখ খালীল আল হোসেনান
অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্ মুহাম্মাদ আবদুর রাহীম