মসজিদে বসার উপকারিতা ও ফযিলত
হাদীসে এসেছে: عَنْ أَبِى هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” المَلائِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ الَّذِي صَلَّى فِيهِ، مَا لَمْ يُحْدِكْ تَقُولُ:
হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, তোমাদের মধ্য হতে কেউ যেস্থানে সালাত আদায় করেছে, তথায় কোনো কথা না বলে বসে থাকবে ফেরেশতাগণ তার জন্য রহমত ও ক্ষমা প্রার্থনা করে বলবে: اَللَّهُمَّ اغْفِرْلَهُ، اَللّهُمَّ ارْحمهُ হে আল্লাহ তাকে ক্ষমা করুন’ এবং ‘হে আল্লাহ তার প্রতি রহম করুন। (আল বুখারী, হাদীস নং: ৪৪৫।)
এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে? মসজিদে বসা অবস্থায় আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, দেখো যাদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, তারা কীভাবে আমার প্রার্থনা করছে।
তথ্যসূত্র :
বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত
লেখক: শাইখ খালীল আল হোসেনান
অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্ মুহাম্মাদ আবদুর রাহীম