ইবাদত

মসজিদে যে সকল কাজ করা নিষিদ্ধ

১। নামায ও যিকির ভিন্ন কাজে মসজিদকে পথ হিসেবে ব্যবহার না করা সুন্নাত

এ প্রসঙ্গে নবী করীম সা. বলেছেন : عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَا تَتَّخِذُوا الْمَسَاجِدَ طُرُقًا إِلَّا لِذِكْرٍ أَوْ صَلَاةٍ.

“হযরত সালিম রা. তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, তোমরা নামায ও যিকির ব্যতীত মসজিদকে পথ হিসেবে ব্যবহার করো না।(তাবারানী শরীফ; হাদীস নং:১৩২১৯।)

২। তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও সাওয়াবের নিয়তে ভ্রমণ করা নিষিদ্ধ

এ প্রসঙ্গে নবী করীম সা. বলেছেন- عَنْ عَبْدِ المَلِكِ سَمِعْتُ أَبَا سَعِيدِ الخُدْرِيَّ رضى اللهُ عَنْهُ، يُحَدِّثُ بِأَرْبَعٍ عَنِ النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .. وَلَا تُشَدُّ الرِّحَالُ، إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ مَسْجِدِ الحَرَامِ ، وَمَسْجِدِ الْأَقْصَى وَمَسْجِدِي.

“হযরত আব্দুল মালিক রা. থেকে বর্ণিত, তিনি হযরত আবু সাঈদ খুদরী রা. থেকে শুনেছেন, তিনি চারটি কথা রাসূলুল্লাহ সা. থেকে বর্ণনা করেন, ….(চতুর্থটি হলো) তোমরা তিনটি মসজিদ ব্যতীত অন্য কোথাও সাওয়াবের নিয়্যতে গমন করবে না। (মসজিদগুলো হলো) মসজিদে হারাম,মসজিদে আকসা এবং মসজিদে নববী। (আল বুখারী, হাদীস নং: ৪৪৫)

৩। মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ না করা সুন্নাত

রাসূলুল্লাহ সা. মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ না করতে বলেছেন, এমনকি তাদেরকে মসজিদে যাবার অনুমতি দিতে উৎসাহিত করেছেন ।

এ প্রসঙ্গে নবী করীম সা. বলেছেন- عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا تَمْنَعُوا إِمَاءَ اللهِ مَسَاجِدَ الله.

হযরত ইবনে ওমর রা. থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সা. বলেন, তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে যেতে নিষেধ করো না । ”( মুসলিম শরীফ; হাদীস নং: ৪৪২ )

ابْنَ عُمَرَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِذَا اسْتَأْذَنَكُمْ نِسَاؤُكُمْ إِلَى الْمَسَاجِدِ فَأْذَنُوا لَهُنَّ.

হযরত ইবনে ওমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি: যদি তোমাদের স্ত্রীগণ মসজিদে যাবার অনুমতি চায়, তবে তাদেরকে মসজিদে যাবার অনুমতি দাও।”(মুসলিম শরীফ; হাদীস নং: ৪৪২)

তবে মহিলাদেরকে মসজিদে যাবার আগে তার স্বামী থেকে অনুমতি নিতে হবে এবং কোনো রকম সাজসজ্জা ও সুগন্ধি না লাগিয়ে মসজিদে যেতে হবে।

৪। মসজিদ নিয়ে গর্ব করা নিষিদ্ধ

এ প্রসঙ্গে নবী করীম সা. বলেছেন- عَنْ اَنَس قَالَ: نَهى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَم أَن يَتَبَاهي النَّاسَ فِي الْمَسَاجِدِ “হযরত আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. মসজিদ নিয়ে গর্ব করতে নিষেধ করেছেন। ( ইবনুল হিব্বান, হাদীস নং: ১৬১৩ )

তথ্যসূত্র :

বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত

লেখক: শাইখ খালীল আল হোসেনান

অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্‌ মুহাম্মাদ আবদুর রাহীম

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *