প্রশ্নোত্তর

মরণোত্তর চক্ষুদান করার হুকুম কী?

প্রশ্ন

মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, মরণোত্তর চক্ষুদান করার হুকুম কী? দয়া করে জানালে কৃতার্থ হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যেমন জীবিত অবস্থায় নিজের চোখ কাউকে দান করা জায়েজ নয়, তেমনি মৃত্যুর পরও নিজের অঙ্গ কাউকে দান করা জায়েজ নয়।

عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كَسْرُ عَظْمِ الْمَيِّتِ كَكَسْرِهِ حَيًّا»

‘আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা যেন তার জীবিত কালের হাড় ভাঙ্গার মতই। [সুনানে আবূ দাউদ, হাদীস নং-৩২০৭]

لا يجوز الانتفاع به بحال ما، والآدمى محترم بعد موته على ما كان عليه فى حياته، فكما يحرم التداوى بشئ من الآدمى الحي إكراماله فكذالك لا يجوز التداوى بعظم الميت (شرح كتاب السير الكبير، باب دواؤ الجراحة-1/128)

ولو سقط سنه يكره أن يأخذ سن الميت فيشدها مكان الأولى بالإجماع (بدائع الصنائع، كتاب الاستحسان-5/132)

وكذا فى الهندية-5/354

والله اعلم بالصواب

উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামী ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *