নামায ভঙ্গের কারণ সমূহ

১. নামাযে কেরাত অশুদ্ধ পড়া।

২. নামাযের ভেতর কথা বলা ।

৩. কোন লোককে সালাম দেয়া ।

৪. সালামের উত্তর দেয়া।

৫. উহ! আহ! শব্দ করা।

৬. বিনা ওজরে কাশি দেয়া ।

৭. আমলে কাছির করা। (এমন কাজ যা দেখে দর্শক মনে করে লোকটি নামাযে নেই

৮. বিপদ দেখে শব্দ করে কাঁদা ।

৯. তিন তাসবীহ পরিমাণ সময় সতর খুলে থাকা ।

১০. মুক্তাদি ব্যতীত নামাযরত নয় এমন ব্যক্তির লোকমা গ্রহণ করা।

১১. সু-সংবাদ কিংবা দুঃসংবাদের উত্তর দেয়া।

১২.নাপাক জায়গায় সেজদা করা।

১৩.কিবলার দিক হতে সিনা ঘুরে যাওয়া।

১৪.নামাযে শব্দ করে হাঁসা।

১৫.নামাযে দুনিয়াবী কোন কিছু প্রার্থনা করা ।

১৬. হাঁচির উত্তর দেয়া।

১৭.নামাযে খাওয়া ও পান করা।

১৮.ইমামের আগে মুক্তাদি দাঁড়িয়ে যাওয়া ।

১৯. ইমামের পূর্বে মুক্তাদি সালাম ফিরানো। (কুদূরী)

তথ্যসূত্রঃ

বই: নামায পড়ি বেহেশতের পথে চলি

লিখক: মাওলানা মুমিনুল হক জাদিদ

মুহতামিম: ফেনী জামিয়া ইসলামিয়া

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *