নামাযে বারবার বায়ূ বের হবার সন্দেহ হলে কী করবে?
প্রশ্ন
আচ্ছালামুয়ালাইকুম
নামঃ আব্দুল্লাহ, বাড়িঃ পিরোজপুর, পেশাঃ ছাত্র।
হজরত! আমি নামাজ পড়া অবস্থায় বায়ুর চাপ আটকে রাখতে পারি না। এমন বায়ু, যার কোনো শব্দ বা কোনো গন্ধ পাওয়া যায় না। বেশিরভাগ সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে বায়ু বের হইছে কী বের হয়নি? কিন্তু অনেক সময় দৃঢ়সংকল্প হতে পারি যে বায়ু বের হইছে। কিন্তু বেশিরভাগই সময়ই শত চেষ্টার পরেও বায়ুর চাপ ধরে রাখতে পারি না। এমতাবস্থায় কী করব নামাজ চালিয়ে যাব না-কি নামাজ ছেড়ে দিব?
সঠিকটা জানিয়ে বাধিত করবেন।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামায চালিয়ে যাবেন। বায়ূ বের হবার বিষয়ে দৃঢ় নিশ্চিত হওয়া ছাড়া নামায ভেঙ্গে দিবেন না। বায়ূ বের হওয়া নিশ্চিত না হলে নামায নষ্ট হবে না। চেষ্টা করবেন যেন বায়ূ বের না হয়। যদি তারপরও বের হয়ে যায়, তাহলে নামায ছেড়ে দিয়ে অযু করে এসে বাকি নামায আদায় করবেন।
(وَيَنْقُضُهُ) خُرُوجُ مِنْهُ كُلِّ خَارِجٍ (نَجَسٍ)……….. (وَ) خُرُوجُ غَيْرِ نَجَسٍ مِثْلِ (رِيحٍ أَوْ دُودَةٍ أَوْ حَصَاةٍ مِنْ دُبُرٍ لَا) خُرُوجُ ذَلِكَ مِنْ جُرْحٍ، وَلَا خُرُوجُ (رِيحٍ مِنْ قُبُلِ) غَيْرِ مُفْضَاةٍ، …… حَتَّى لَوْ خَرَجَ رِيحٌ مِنْ الدُّبُرِ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ لَمْ يَكُنْ مِنْ الْأَعْلَى فَهُوَ اخْتِلَاعٌ فَلَا يَنْقُضُ، (رد المحتار، زكريا-1/260-264، كرتاشى-1/134-136)
(قَوْلُهُ: لِطُمَأْنِينَةِ الْقَلْبِ) لِأَنَّهُ أُمِرَ بِتَرْكِ مَا يُرِيبُهُ إلَى مَا لَا يُرِيبُهُ، وَيَنْبَغِي أَنْ يُقَيَّدَ هَذَا بِغَيْرِ الْمُوَسْوَسِ، أَمَّا هُوَ فَيَلْزَمُهُ قَطْعُ مَادَّةِ الْوَسْوَاسِ عَنْهُ وَعَدَمُ الْتِفَاتِهِ إلَى التَّشْكِيكِ؛ لِأَنَّهُ فِعْلُ الشَّيْطَانِ وَقَدْ أُمِرْنَا بِمُعَادَاتِهِ وَمُخَالَفَتِهِ رَحْمَتِيٌّ، وَيُؤَيِّدُهُ مَا سَنَذْكُرُهُ قُبَيْلَ فُرُوضِ الْغُسْلِ عَنْ التَّتَارْخَانِيَّة أَنَّهُ لَوْ شَكَّ فِي بَعْضِ وُضُوئِهِ أَعَادَهُ إلَّا إذَا كَانَ بَعْدَ الْفَرَاغِ مِنْهُ، أَوْ كَانَ الشَّكُّ عَادَةً لَهُ فَإِنَّهُ لَا يُعِيدُهُ وَلَوْ قَبْلَ الْفَرَاغِ قَطْعًا لِلْوَسْوَسَةِ عَنْهُ (رد المحتار، زكريا1/240، كرتاشى-1/118-119)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– [email protected]