ইবাদত

নাপাক কাপড় পাক করার পদ্বতি

যদি কাপড়ে এমন নাপাকি লাগে যা দেখা যায় যেমন পায়খানা, রক্ত বা এ জাতীয় অন্য কিছু, তাহলে পবিত্র পানি দ্বারা ধৌত করার মাধ্যমে নাপাকি দূর হয়ে গেলেই কাপড় পাক হয়ে যাবে। এক্ষেত্রে তিনবার ধৌত করা জরুরী নয়। তবে সুন্নাত হল, প্রত্যেক বার নিংড়িয়ে তিনবার ধুয়ে নেয়া । আর যদি তিনবার ধৌত করার পরও নাপাকি দূর না হয়, তাহলে তিন বারের বেশি ধৌত করাও জরুরী। তবে আসল নাপাকি দূর হওয়ার পর যদি নাপাকির কিছু দাগ বা চিহ্ন থেকে যায় তাতে কোনো অসুবিধা নেই এবং কষ্ট ব্যতীত দূর করা সম্ভব না হয় তাহলে সাবান প্রভৃতি লাগিয়ে তা দূর করা ওয়াজিব নয়।

যদি নাপাকি দেখা না যায় যেমন- পেশাব বা তরল কোনো নাপাকি তাহলেতিনবার ধৌত করে ভালোভাবে নিংড়ানো দ্বারাই এ জাতীয় নাপাকি থেকে কাপড় পবিত্র হয়ে যাবে। তৃতীয়বার খুব জোরে নিংড়াতে হবে। ভালোমতো না নিংড়ালে কাপড় পাক হবে না ।

কাপড় বা শরীরে গাঢ় কিংবা তরল নাজাসাত লাগলে ধোয়া ব্যতীতঅন্য কোনো উপায়ে পাক করা যায় না। পানির দ্বারা ধুয়ে যেরূপ পাক করা যায় তদ্রূপ পানির ন্যায় তরল এবং পাক যেমন গোলাপ জল, রস, সিরকা প্রভৃতি জিনিস দ্বারাও ধুয়ে পাক করা যায়। কিন্তু যেসব জিনিস তৈলাক্ত তা দ্বারা ধৌত করলে পাক হবে না । যেমন দুধ, ঘি, তেল ইত্যাদি ।

ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হলে মেশিন যেহেতু নিয়ম মতো কাপড় নিংড়াতে পারে না এবং নাপাক কাপড়ের সঙ্গে থাকা পাক কাপড় একত্রে ভিজানোর কারণে পাক কাপড়ও নাপাক হয়ে যায়, তাই ধোয়ার পূর্বে বা পরে নাপাক কাপড়গুলিকে পৃথকভাবে নিয়ম মতো ধুয়ে পাক করে নিতে হবে। তা না করলে যদি মেশিনেই তিনবার নিয়ম মতো পানি ঢেলে নিংড়িয়ে নেয়, তাতেও চলবে ।

তুলার গদি, তোষক অথবা লেপে যদি মলমূত্র বা অন্য কোনো প্রকার নাপাক লাগে তাহলে পানি দ্বারা ধৌত করতে হবে। যদি নিংড়ানো কঠিন হয় তাহলে ভালো করে তিনবার পানি প্রবাহিত করতে হবে। প্রতিবার পানি প্রবাহিত করার পর এমনভাবে রেখে দিবে যেন সমস্ত পানি ঝরে যায়, তারপর আবার পানি প্রবাহিত করবে। এভাবে তিনবার করলেই পাক হয়ে যাবে। তুলা ইত্যাদি বের করে ধৌত করার প্রয়োজন নেই। -আহসানুল ফাতাওয়া, খণ্ড ২

তথ্যসূত্রঃ

কিতাবঃ তা’লীমুস সুন্নাহ ও আমালে প্রচলিত ভুল সংশোধন সংকলকঃ অধ্যক্ষ মুহাম্মাদ মিজানুর রহমান চৌধুরী খলীফা – মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহঃ

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *