ইসলাম

নাস্তিকদের সাথে ইমাম আযমের বিতর্ক

একবার একদল নাস্তিক ও তাদের শীর্ষনেতারা একজন বিখ্যাত মুসলিম নেতার সাথে বিতর্ক অনুষ্ঠানের জন্য আহ্বান জানালো। মুসলিম নেতৃবৃন্দ ইমাম আবু হানীফা রহ. -কে বিতর্কে অংশগ্রহণের অনুরোধ করলেন। যদিও ইমাম আবু হানীফা রহ. বিতর্ক করার ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিলেন না। তারপরও তিনি তাদের অনুরোধে রাজি হলেন। বিতর্কের বিষয় হচ্ছে, পৃথিবীর সবকিছু কারো সাহায্য ছাড়া এমনিতেই স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়েছে, না এগুলোর কোনো সৃষ্টিকর্তা আছে?

অনুষ্ঠানের দিন সবাই নির্ধারিত সময়ে উপস্থিত হলো। উপস্থিত হলো না কেবল ইমাম আবু হানীফা রহ.। সকলেই অপেক্ষা করছেন ইমাম আবু হানীফা রহ. এর জন্য। কারণ, তিনিই মূলত বিতর্কে অংশগ্রহণ করবেন মুসলিমদের পক্ষ হতে। সকলেই অপেক্ষা করছেন অথচ তার কোনো দেখা নেই। এদিকে নাস্তিকরা মনে মনে খুশি হতে লাগল।

অপরদিকে এতে মুসলিমরা লজ্জা বোধ করছিলো। অনেকেই ধরে নিলেন, হয়তো তিনি আসবেন না পরাজয়ের ভয়ে। একসময় সকলে অনুষ্ঠান শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ঠিক তখনই তিনি উপস্থিত হলেন। মঞ্চে উঠার পর সকলেই তার নিকট জিজ্ঞেস করলো, কী কারণে আপনার এতো বিলম্ব হয়েছে?

তিনি সামান্য চুপ থেকে বললেন, আজ এক অবাক করা কাণ্ড ঘটেছে, যা সত্যিই অবিশ্বাস্য। আর এই কারণেই আমার আসতে বিলম্ব হয়েছে। সকলেই ঘটনা সম্পর্কে জানতে চাইলো ।

তিনি বললেন, আমার ধারণা, তোমরা এই ঘটনা শোনার পর আমার কথা বিশ্বাস করবে না, অথবা আমাকে পাগল বলবে। এজন্য আমি ঘটনাটি এই সমাবেশে বলতে চাই না।

নাস্তিকদের দলনেতা বললেন, আপনার মতো একজন বিজ্ঞ ব্যক্তি কখনো এমন কোনো কথা বলবেন না, যার কোনো গ্রহণযোগ্যতা নেই ।

নাস্তিক নেতা তাকে অনুরোধ করলেন ঘটনাটি সকলের সামনে বলতে । তার অনুরোধে ইমাম আবু হানীফা রহ. বলতে শুরু করলেন। আজ বাড়ি হতে বের হয়ে যখন নদীর ঘাটে পৌঁছেছি তখন দেখি নদীতে কোনো নৌকা নেই। আশেপাশে কোনো লোকজনও নেই।

আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি নৌকার জন্য। হঠাৎ বিকট আওয়াজ করে একটি গাছ নদীতে পড়ে গেলো। তারপর গাছটি ছোট ছোট টুকরো হতে শুরু করল । আমি তো একদম অবাক! এরপর টুকেরোগুলো একটি আরেকটির সাথে যুক্ত হতে লাগল । কিছুক্ষণের ভিতরে এটি একটি নৌকাতে পরিণত হলো। অতঃপর নৌকাটি ধীরে ধীরে আমার ঘাটের দিক এগিয়ে এলো। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। যেহেতু ঘাটে নৌকা ছিলো না, তাই সাহস করে নৌকাটির উপর উঠে পড়লাম। নৌকাটি নিজে থেকে চলতে শুরু করল আর আমাকে নদী পার করে দিল । তারপর আমি হেঁটে চলে আসলাম ।

আর এসব ঘটনা ঘটছিলো অনেক সময় ধরে। যার কারণে আমার আসতে দেরি হয়ে গেল। নাস্তিকদের সকলেই হো হো করে হেসে উঠলো। মুসলিমরা সবাই কানাকানি করতে লাগল । নাস্তিকদের দলনেতা তো বলেই ফেললেন, আপনাকে কেউ (মদ বা নেশা জাতীয়) কিছু খাইয়ে দিয়েছে নাকি? এমনি এমনি এভাবে কোনো কিছু হওয়া কি সম্ভব? আপনি তো পাগলের মতো কথা বলছেন ।

তখন ইমাম আবু হানীফা রহ. বললেন, আমি না হয় একা পাগল হয়েছি। কিন্তু আপনারা নাস্তিকরা সবাই একত্রে পাগল হলেন কিভাবে ? আমি তো শুধু একটি গাছ হতে একটি নৌকা তৈরি হওয়ার কথা বললাম। আর আপনারা বলছেন, এই মহাবিশ্বের চাঁদ, সূর্য, পৃথিবী, গাছপালা, পশুপাখি সবকিছু এমনিতেই সৃষ্টি হয়ে গেছে। তখন সকলেই বুঝতে পারলেন কেন ইমাম আর হানীফা রহ এতো দেরী করলেন আর কেনই-বা গল্পটি বললেন। এভাবেই ইমাম আবু হানীফা রহ বিতর্কের ইতি টানলেন।

তথ্যসূত্র:

বই : ইমাম আযম আবু হানীফা রহ. এর ঈমানদীপ্ত গল্প

লেখক : মুফতি মাহফুজ মোসলেহ

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *