পড়ে যাওয়া খানা উঠিয়ে খাওয়ার ফায়দা

১. খানা ও রিযিকের মধ্যে বরকত এবং প্রশস্ততা আনে।

২ . সন্তানাদির সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত হয়।

৩ . অভাব-অনটন ও ভিক্ষাবৃত্তি থেকে নিরাপদ রাখে।

৪ . কুষ্ঠ রোগের মতো ব্যাধি থেকে রক্ষা করে।

৫. সন্তান-সন্ততি নির্বুদ্ধিতা ও বোকামী থেকে রেহাই পায়।

৬. খানায় শয়তান শরীক হয় না। -তিব্বে নববী

তথ্যসূত্রঃ

কিতাবঃ তা’লীমুস সুন্নাহ ও আমালে প্রচলিত ভুল সংশোধন সংকলকঃ অধ্যক্ষ মুহাম্মাদ মিজানুর রহমান চৌধুরী খলীফা – মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহঃ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *