প্রস্রাব-পায়খানা থেকে বের হওয়ার দু’আ

প্রস্রাব-পায়খানা থেকে বের হওয়ার সময় এ দু’আ পাঠ করা সুন্নাত।

এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা. এর বাণী: عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنَ الْغَائِطِ

“হযরত আয়িশা রা. হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সা. যখন পায়খানা থেকে বের হতেন তখন বলতেন, গুফরানাকা (তোমার নিকট ক্ষমা চাইছি)।”(আবু দাউদ; হাদীস ৩০, নাসায়ী; হাদীস ৭৯, তিরমিযী, হাদীস ৭, ইবনে মাজাহ, হাদীস ৩০০/১৪৪৪, হাকেম; হাদীস ১৮০, আহমদ; হাদীস ৬৫৫) ৫ জনে। আবু হাতেম (রহ.) ও হাকেম (রহ.) একে সহীহ বলেছেন ৷ )

তথ্যসূত্র :

বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত

লেখক: শাইখ খালীল আল হোসেনান

অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্‌ মুহাম্মাদ আবদুর রাহীম

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *