কিয়ামতের ছোট আলামত ২.চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া:
কিয়ামতের অন্যতম আলামত হলো চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আল্লাহ তাআলা বলেন, ‘কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। তারা যদি কোনো নিদর্শন দেখে তাহলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে এটা তো চিরাচরিত জাদু।’(সুরা : কামার, আয়াত : ১-২)
আল্লামা ইবনে কাসির (রহ.) বলেন, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা রাসুলুল্লাহ (সা.)-এর যুগে ঘটেছিল। এটি ছিল তাঁর প্রকাশ্য মুজিজা।(তাফসিরে ইবনু কাসির ৭/৪৭২)
হাদিসে এসেছে, আনাস ইবনু মালেক (রা.) বলেন, মক্কাবাসীরা রাসুলুল্লাহ (সা.)-কে এরূপ নিদর্শন দেখাতে বলে। তখন তিনি তাদের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখান। (বুখারি, হাদিস : ৩৬৩৭)
চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে হেরা পাহাড়ের দুই পাশে পড়ে যায়।
অন্য হাদিসে এসেছে, ইবনে মাসউদ (রা.) বলেন, মিনায় আমরা রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে ছিলাম। এমতাবস্থায় অকস্মাৎ চাঁদ দুই টুকরা হয়ে গেল। এক টুকরা পাহাড়ের পেছনে পতিত হলো এবং অন্য টুকরা পাহাড়ের সামনে। তখন রাসুল (সা.) আমাদের বলেন, তোমরা সাক্ষী থাকো। (তিরমিজি, হাদিস : ৩২৮৫)
এত বড় ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ সত্ত্বেও কুরাইশ নেতারা ঈমান আনল না। পরে বিভিন্ন এলাকা থেকে আসা লোকদের কাছেও তারা একই ঘটনা শুনতে পায়। মূলত জিদ ও অহংকার তাদের ঈমান আনা থেকে বিরত রাখল।
এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘তারা যদি কোনো নিদর্শন (যেমন চন্দ্র দ্বিখণ্ডিতকরণ) দেখে, তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে এটা তো চলমান জাদু মাত্র। তারা মিথ্যারোপ করে এবং নিজেদের খেয়ালখুশির অনুসরণ করে। অথচ প্রত্যেক কাজের ফলাফল (কিয়ামতের দিন) স্থিরীকৃত হবে।’(সুরা : কামার, আয়াত : ২-৩)
উপসংহার
চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখিত একটি ঐতিহাসিক সত্য। এটি কেয়ামতের আলামতগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন, যা আমাদের জন্য আল্লাহর দিকে ফিরে আসার এবং কেয়ামতের দিনের জন্য প্রস্তুত হওয়ার প্রেরণা জোগায়।
আমরা যেন এই নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করি এবং নিজেদের আমলগুলোকে সংশোধন করে আল্লাহর পথে পরিচালিত হই।
সংকলক: মুফতি রাশেদুল ইসলাম
ইফতা: জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা,মসজিদুল আকবর কমপ্লেক্স
মুহাদ্দিস: মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও জামিয়া মুহাম্মাদীয়া আরাবিয়া মাদরাসা কমপ্লেক্স