রাসূলুল্লাহ সা. এর উপর দুরূদ
নবী করীম সা.-এর উপর দুরূদ হলো— “হে নবী আপনার উপর আল্লাহর রহমত, বরকত ও সালাম বর্ষিত হোক” বলা। আর এমন সালাম যা সালাতের ভিতর তাশাহহুদের মাঝে পড়া হয়। রাসূলুল্লাহ (স) বলেছেন-
.عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا إِذَا صَلَّيْنَا مَعَ النَّبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْنَا: السَّلاَمُ عَلَى اللهِ قَبْلَ عِبَادِهِ السَّلاَمُ عَلَى جِبْرِيلَ السَّلاَمُ عَلَى مِيكَائِيلَ السَّلاَمُ عَلَى فُلانٍ وَفُلانٍ، فَلَمَّا انْصَرَفَ النَّبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ ، فَقَالَ:
“হযরত আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন নবী করীম সা. এর সাথে নামায পড়লাম। তখন আমরা বললাম: আল্লাহ তা’আলার উপর শান্তি বর্ষিত হোক তার বান্দাদের পূর্বে এবং জীবরাঈলের উপর, মিকাঈলের উপর, তার অমুক অমুক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। নবী করীম সা. আমাদেরকে মুখ করে বসলেন এবং বললেন:
” إِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ ، فَإِذَا جَلَسَ أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَلْيَقُلُ: التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ، وَالطَّيِّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِي وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، فَإِنَّهُ إِذَا قَالَ ذَلِكَ أَصَابَ كُلَّ عَبْدٍ صَالِحٍ فِي السَّمَاءِ وَالأَرْضِ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ.
“আল্লাহ তা’আলা নিজেই সালাম-শান্তিদাতা, সুতরাং তোমাদের কেউ যখন সালাতের মাঝে বসে সে যেন বলে যাবতীয় শ্রদ্ধা, সালাত ও পবিত্রতা, নিষ্কলুষতা একমাত্র আল্লাহর জন্য। আর হে নবী আপনার উপর আল্লাহর রহমত, বরকত ও সালাম বর্ষিত হোক। আর প্রশান্তি নিরাপত্তা আমাদের ও নেককার বান্দাদের উপর বর্ষিত হোক। যখন সে এটা বলে তখন আসমান ও যমীনের সকল নেককার বান্দা অন্তর্ভুক্ত হয়ে যায়। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সা. আল্লাহর বান্দা ও তাঁর রাসূল।” ثُمَّ يَتَخَيَّرُ بَعْدُ مِنَ الكَلَامِ مَا شَاءَ . “অতঃপর সে এর পরে যেকোন (দু’আ) কালাম বাছাই করতে পারবে।” তথা সে নিজের জন্য দু’আ করবে এমন দু’আ থেকে যা তাকে মুগ্ধ করে। সহীহ বুখারী, হাদীস নং: ৬২৩০ ৷
عَنْ كَعْبُ بْنُ عُجْرَةَ : فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ، كَيْفَ الصَّلَاةُ عَلَيْكُمْ أهل البَيْتِ فَإِنَّ اللهَ قَدِ عَلَّمَنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكُمْ ؟ قَالَ : ” قُولُوا:
“হযরত কা’ব বিন উজরা রা. হতে বর্ণিত,. . . তিনি বলেন, “রাসূলুল্লাহ সা. আমাদের নিকট বের হয়ে এলে আমরা বললাম, হে আল্লাহর রাসূলুল্লাহ সা.! আমরা শিখেছি কীভাবে আপনাকে সালাম দিব। এখন আমাদেরকে শিখিয়ে দিন আপনার উপর আমরা কীভাবে দুরূদ পড়ব? তিনি বললেন, তোমরা বল:
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مجيد
হে আল্লাহ রহমত বর্ষণ করুন মুহাম্মদ সা. ও তাঁর পরিবারের উপর যেমনি আপনি রহমত বর্ষণ করেছেন। ইব্রাহীম আ.-এর পরিবারের উপর। হে আল্লাহ বরকত দান করুন মুহাম্মদ সা. ও তাঁর পরিবারের উপর; যেমনি বরকত নাযিল করেছেন ইব্রাহীম আ.-এর পরিবারের উপর। আপনিই তো সর্বপ্রশংসিত মহামর্যাদাবান।সহীহ বুখারী, হাদীস নং: ৩৩৭০।
তথ্যসূত্র :
বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত
লেখক: শাইখ খালীল আল হোসেনান
অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্ মুহাম্মাদ আবদুর রাহীম