ইবাদত

রাসূলুল্লাহ সা. এর উপর দুরূদ পড়ার ফযিলত

১। দশবার রহমত বর্ষণ করা হয়

عَنْ أَبي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ صَلَّى عَلَيَّ وَاحِدَةً صَلَّى الله عَلَيْهِ عَشْرًا. “হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন: যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করবেন। সহীহ মুসলিম, হাদীস নং: ৪০৮।

২। দশটি মন্দ-পাপ কমিয়ে দেয়া হয়

দশবার রহমত বর্ষণ করা হয় এবং দশটি মন্দ-পাপ কমিয়ে দেয়া হয়। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা. বলেছেন: عَنْ أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةٌ وَاحِدَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرَ صَلَوَاتٍ، وَحُطَتْ عَنْهُ عَشْرُ خَطِيئَاتِ، وَرُفِعَتْ لَهُ عَشْرُ دَرَجَاتٍ .

“যে আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করবেন। তার দশটি মন্দ-পাপ কমিয়ে দেয়া হবে, বাড়িয়ে দেয়া হবে তার দশটি মর্যাদা। (”সুনানে নাসায়ী, হাদীস নং: ১২৯৭ )

তথ্যসূত্র :

বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত

লেখক: শাইখ খালীল আল হোসেনান

অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্‌ মুহাম্মাদ আবদুর রাহীম

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *