প্রশ্নোত্তর

রক্তমাখা থুথু গিলে ফেললে কি রোযা ভেঙ্গে যায়?

প্রশ্ন

আমি রোযা অবস্থায় সিড়িতে হোচট খেয়ে পড়ে যাই। এতে করে আমার দাঁত থেকে রক্ত বের হয়ে পড়ে। আমি থুথু ফেলার সুযোগ পাইনি। তাই কিছু রক্তমাখা থুথু আমার পেটে চলে গেছে। আমার প্রশ্ন হল, আমার রোযা কি হয়েছে? নাকি ভেঙ্গে গেছে? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি থুথুর চেয়ে রক্তের পরিমাণ বেশি হয়, তাহলে উক্ত রক্তমাখা থুথু গলধঃকরণের দ্বারা আপনারা রোযা ভেঙ্গে গেছে। আর যদি রক্ত অল্প হয়, আর থুথুর পরিমাণ বেশি হয়, তাহলে আপনার রোযা ভাঙ্গেনি।

الدم إذا خرج من الأسنان ودخل حلقه إن كانت الغلبة للبزاق لا يضره، وإن كانت الغلبة للدم يفسد صومه (الفتاوى الهندية-1\203، خانية على هامش الهندية-1\208)

خرج الدم من بين أسنانه ودخل حلقه ومن هذا يعلم حكم من قلع ضرسه فى رمضان ودخل الدم إلى جوفه فى النهار ولو نائما فيجب عليه القضاء (رد المحتار-3\368)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *