সালাতুল আসরের সাথে নির্দিষ্ট সুন্নাত
১। আসরের সালাতের সুন্নাত কিরাত
আসরের নামাযে রাসূলুল্লাহ সা. ১৫ আয়াত ক্বিরাত পড়তেন। যুহরের প্রথম দু’রাকা’আতে যা পড়তেন আসরের প্রথম দু’রাকা’আতে তার অর্ধেক পড়তেন।
আসরের সালাতে রাসূলুল্লাহ সা. কখনো সূরা ত্বা-রিক, বুরূজ, লাইল বা অনুরূপ কোনো সূরা পাঠ করতেন। অথবা আসরের সালাতে রাসূলুল্লাহসা. কখনো সূরা আলা অনুরূপ কোনো সূরা পাঠ করতেন। সহীহ মুসলিম, মিশকাতুল মাসাবীহ, হাদীস নং ৮৩০ ৷
২। আসরের সালাতের আগে ৪ রাকাআত সুন্নাত সালাত
আল্লাহ ঐ ব্যক্তির উপর দয়া করবেন যে সলাতুল আসরের আগে চার রাকাআত সুন্নাত সালাত আদায় করে ।
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : رَحِمَ اللَّهُ امْرَأَ صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا
“হযরত ইবনে উমর রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন: আল্লাহ ঐ ব্যক্তির উপর রহম করুন যে আসরের (ফরজ) নামাযের আগে চার রাক’আত (নফল) নামায আদায় করে থাকে। আবু দাউদ, হাদীস নং: ১২৭১ এবং আত তিরমিযী, হাদীস নং: ৪৩০। ইমাম তিরমিযী একে হাসান বলেছেন এবং ইবনে খুযায়মা একে সহীহ বলেছেন ।
তথ্যসূত্র :
বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত
লেখক: শাইখ খালীল আল হোসেনান
অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্ মুহাম্মাদ আবদুর রাহীম