ইবাদত

সন্তান ও তার সম্পদের উপর মাতা-পিতার হক

সন্তানের উপর যেমন তার মাতা-পিতার হক রয়েছে, সন্তানের সম্পদের উপরও তেমনি মাতা-পিতার হক বা অধিকার রয়েছে। এরশাদ হয়েছে ঃ يَسْئَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَاليَتمى وَالمَسْكِينِ وَابْنِ السَّبِيل – – البقرة : ٢١٥

“লোকে কি ব্যয় করবে সে সম্পর্কে তোমাকে প্রশ্ন করে। বল, যে ধন- সম্পদ তোমরা ব্যয় করবে তা পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত এবং মুসাফিরদের জন্য।”-সূরা আল বাকারা : ২১৫

সন্তানের ধন-সম্পদে পিতা-মাতার এ অধিকার কেবল সন্তানের মৃত্যুর পর মিরাস নয়, বরং তার জীবদ্দশায়ই এ অধিকার স্বীকৃত। রাসূলে করীম স. বলেছেন ঃ وَلَدُ الرَّجُلِ مِنْ أَطْيَبِ كَسْبِهِ فَكُلُوا مِنْ أَمْوَالِهِمْ هَنِيًّا – مسند احمد “সন্তান পিতার অতি উত্তম উপার্জন বিশেষ, অতএব তোমরা (পিতা- মাতা) সন্তানের ধন-সম্পদ থেকে পূর্ণ সন্তুষ্টি সহকারে পানাহার কর।”

এক ব্যক্তি রাসূল স.-এর কাছে উপস্থিত হয়ে বলল : ইয়া রাসূলাল্লাহ, আমার মাল-সম্পদ রয়েছে আর সন্তান-সন্ততিও আছে। কিন্তু এমতাবস্থায় আমার বাবা আমার মাল নিতে চায়, এ সম্পর্কে আপনার কি রায় ? রাসূলে করীম স. বললেন : أنتَ وَمَالُكَ لِأَبِيكَ – ابن ماجه “তুমি আর তোমার মাল-সম্পদ সবই তোমার বাবার।”

অন্য একটি হাদীস : عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ قَالَ مَرَّ عَلَى النَّبِي رَجُل فَرَأَى أَصْحَابُ النَّبِيِّ جَلَدَهُ وَنَشَاطَاهُ فَقَالُوا يَا رَسُولَ اللهِ لَوْ كَانَ هَذَا فِي سَبِيلِ اللَّهِ . فَقَالَ رَسُولُ اللهِ ﷺ إِنْ كَانَ خَرَجَ يَسْعَى عَلى وَلَدِهِ فَهُوَ فِى سَبِيلِ اللهِ، وَإِنْ كَانَ خَرَجَ يَسْعَى عَلَى أَبَوَيْنِ شَيْخَيْنِ كَبِيرَينِ فَهُوَ فِي سَبِيلِ اللهِ ، وَإِنْ كَانَ خَرَجَ يَسْعَى رَيَاءً وَمُفَاخَرَةً فَهُوَ فِي سَبِيلِ الشَّيْطَانِ –

“হযরত কা’ব ইবনে আজরা রা. হতে বর্ণিত। তিনি বলেন, একজন স্বাস্থ্যবান ব্যক্তিকে রাসূল্লাহ স.-এর সামনে দিয়ে চলে যেতে দেখে সাহাবাগণ বললেন : হে আল্লাহর রাসূল! এ ব্যক্তি যদি আল্লাহর পথে চলত (তাহলে কত ভালো হতো।) রাসূলুল্লাহ স. বললেন, সে যদি তার অপ্রাপ্ত বয়স্ক সস্তানের-অরণ-পোষণের জন্য বেরিয়ে থাকে তবে আল্লাহর পথেই বেরিয়েছে। আর যদি তার বৃদ্ধ মাতা-পিতার জন্য বেরিয়ে তাকে তাহলেও সে আল্লাহরই পথে বেরিয়েছে। আর যদি নিজস্ব রোজগারের জন্য বেরিয়ে থাকে যার দ্বারা পরের নিকট হাত পাতা থেকে বেঁচে থাকবে তাহলেও সে আল্লাহর পথেই বেরিয়েছে। আর যদি লোক দেখানোর জন্য এবং অহংকার করার জন্য বেরিয়ে থাকে তাহলে সে শয়তানের রাস্তায় বেরিয়েছে।”-তাবরানী

আরেকটি হাদীস : اَخْرَجَ ابْنُ مَاجَةَ عَنْ جَابِرٍ أَنْ رَجُلاً قَالَ يَا رَسُولَ اللهِ إِنَّ لِي مَالاً ووَلَدًا وَإِنَّ أَبِي يُرِيدُ أَنْ يَجْتَاحَ مَالِي قَالَ أَنْتَ وَمَالُكَ لأَبِيكَ . “ইবনে মাযাহ জাবির রা. হতে এই মর্মে হাদীস বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল! আমার সম্পদ ও সন্তানাদি আছে, আর আমার পিত আমার সম্পদ বিনষ্ট (খরচ) করতে চায়। রাসূলুল্লাহ স. বললেন : তুমি এবং তোমার সম্পদ সবই তোমার পিতার।”-বুখারী ও মুসলিম

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *