প্রশ্নোত্তর

সেহরী ও রোযার প্রচলিত দুআর কোন ভিত্তি আছে কী?

প্রশ্ন

মুফতী সাহেবের নিকট আমার প্রশ্ন হল, আমাদের দেশে রমজান উপলক্ষ্যে যেসব ক্যালেন্ডার বের হয়, সেসব ক্যালেন্ডারে সেহরী ও ইফতারের দুআ লেখা হয়, এসব দুআর ব্যাপারে জানতে  চাই। এর কী কোন ভিত্তি আছে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

ইফতারীর দুআর ভিত্তি রয়েছে। হাদীস দ্বারা প্রমাণিত। ইফতারের সময় দুআ পড়বে, “আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়াআলা রিজকিকা আফতারতু”।

কিন্তু সেহরীর রোযা হিসেবে প্রচলিত দুআটির কোন ভিত্তি নেই। যেমনটি বলা হয় যে, “নাওয়াতুআন আছুমা গাদাম” এ দুআর কোন ভিত্তি নেই।

عَنْ مُعَاذِ بْنِ زُهْرَةَ، أَنَّهُ بَلَغَهُ ” أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ قَالَ: «اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ»

মুয়ায ইবনু যুহরা (রাযি.) সূত্রে বর্ণিত। তাঁর নিকট হাদীস পৌঁছেছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় বলতেনঃ ‘‘আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া ‘আলা রিযকিকা আফতারতু।’’ অর্থঃ হে আল্লাহ! আমি আপনার উদ্দেশ্যেই সওম পালন করেছি এবং আপনার দেয়া রিযিক দ্বারাই ইফতার করেছি। [সুনানে আবু দাউদ, হাদীস নং-২৩৫৮, আলমু’জামুল আওসাত, হাদীস নং-৭৫৪৯, মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-৯৭৪৪]

والله اعلم بالصواب

উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *