সম্মিলিতভাবে খানা খাওয়ার সুন্নাত

হযরত আনাস রাযি. বর্ণনা করেন, كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَأْكُلُ وَحْدَةُ .

অর্থ : “নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী খানা খেতেন না ।”

অন্য এক হাদীসে এসেছে, একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমতে সাহাবী রাযি. গণ আরয করলেন, হে আল্লাহর রাসূল! আমরা পানাহার করি, কিন্তু তৃপ্ত হই না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সম্ভবত তোমরা পৃথক পৃথকভাবে খানা খাও ৷ তাঁরা বললেন, জি হ্যাঁ।

অতঃপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, اجْتَمِعُوا عَلَى طَعَامِكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ يُبَارَكُ لَكُمْ فِيهِ خَيْرُ অর্থ : “তোমরা একত্রে খানা খাও এবং আল্লাহর নাম স্বরণ কর। এতে তোমাদের খানায় বরকত হবে । ” -সুনানে আবু দাউদ, হাদীস নং- ৩৭৬৬; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং- ৩২৮৬

হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন,“উত্তম খানা হলো যার মধ্যে অধিক হাত (বেশি লোক) শরীক হয়।” বহুসংখ্যক সাহাবায়ে কিরামের বর্ণনা এবং তাঁদের নিজেদের সম্মিলিত খাওয়ার আমলই এ বিষয়ে সাক্ষ্য বহন করে যে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথকভাবে খানা খেতেন না; বরং সকলকে নিয়ে একসঙ্গে খানা খেতেন এবং এক সঙ্গে খেতে উৎসাহ দিতেন।

তথ্যসূত্রঃ

কিতাবঃ তা’লীমুস সুন্নাহ ও আমালে প্রচলিত ভুল সংশোধন সংকলকঃ অধ্যক্ষ মুহাম্মাদ মিজানুর রহমান চৌধুরী খলীফা – মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহঃ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *