স্ত্রীর তার মোহর কাউকে দিতে চাইলে কে বেশি হকদার?

প্রশ্ন

প্রশ্ন: ১ বিবাহর সময় যদি মোহর নগদ দেয়, তবে তা কি ভাবে দেওয়া উচিত। সাক্ষীর সামনে নাকি একাকি?

প্রশ্নঃ ২ / যদি মেয়ে মোহরের টাকা কাওকে দিতে চাই তবে কে বেশি অধিকারি?

দয়া করে জানাবেন ।

আল্লাহ আপনাকে তাওফিক দান করুক – আমিন

Engineer Md Younus Ali

Chowhali- Sirajganj

উত্তর

بسم الله الرحمن الرحيم

মোহর স্ত্রীর অধিকার। সাক্ষীর সামনে দেয়া জরুরী নয়। বরং যেকোনভাবে স্ত্রীকে উক্ত মোহর হস্তান্তর করলেই হবে।

তবে যদি পরবর্তীতে অস্বিকারের সম্ভাবনা থাকে, তাহলে সাক্ষীর সামনে বা লিখিতভাবে প্রমাণ রেখে প্রদান করতে পারে। তবে এটি জরুরী নয়।

মোহরের পূর্ণ হকদার স্ত্রী। হস্তগত হবার পর তার পূর্ণ মালিকানা তার। সুতরাং সে উক্ত সম্পদ যেভাবেই ইচ্ছে খরচ করতে পারে। যাকে ইচ্ছে দিতে পারে। এক্ষেত্রে কোন বিধিনিষেধ নেই।

যেমন কারো উপার্জিত সম্পদ যেখানে ইচ্ছে, যার জন্য ইচ্ছে ব্যয় করতে পারে। তেমনি মোহর।

فَمَا اسْتَمْتَعْتُم بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُم بِهِ مِن بَعْدِ الْفَرِيضَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا [٤:٢٤]

অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা গ্রহণ করবে,তাকে তার নির্ধারিত হক দান কর। তোমাদের কোন গোনাহ হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও। নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ, রহস্যবিদ। [সূরা নিসা-২৪]

وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ [٥:٥]

তোমাদের জন্যে হালাল সতী-সাধ্বী মুসলমান নারী এবং তাদের সতী-সাধ্বী নারী, যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান কর। [সূরা মায়িদা-৫]

وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ  [٦٠:١٠]

তোমরা, এই নারীদেরকে প্রাপ্য মোহরানা দিয়ে বিবাহ করলে তোমাদের অপরাধ হবে না। [সূরা মুমতাহিনা-১০]

فى البيضاوى- والمالك هو المتصرف فى الأعيان  المملوكة كيف شاء الخ (تفسير بيضاوى، سورة الفاتحة- 1/7

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক -তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইলahlehaqmedia2014@gmail.com

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *