প্রশ্নোত্তর

সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ কাকে বলে ও তার হুকুম কী?

প্রশ্ন

সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ কাকে বলে ও তার হুকুম কী? দয়া করে জানালে কৃতার্থ হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

রমজানের শেষ দশকে পুরুষের জন্য জামাতে নামায হয় এমন মসজিদে ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা আলা কিফায়া।

যদি এক এলাকার কেউ ইতিকাফ আদায় না করে, তাহলে পুরো এলাকাবাসী গোনাহগার হবে।

والاعتكاف المطلوب شرعا على ثلاثة اقسام….. وسنة كفاية مؤكدة فى العشر الأخير من رمضان الخ (حاشية الطحطاوى على مراقى الفلاح-382، هداية-1\229، الفتاوى الهندية-1\211، رد المحتار-3\430)

প্রতিটি এলাকায় কমপক্ষে এক ব্যক্তি সুন্নত ইতিকাফে বসা সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া।

যদি এক ব্যক্তিও এলাকার যে কোন মসজিদে ইতিকাফ করে থাকে, তাহলে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে।

যদি এলাকার কোন মসজিদেই না বসা হয়, তাহলে পুরো এলাকাবাসী গোনাহগার হবেন।

যদি এলাকার একটি মসজিদে বসলেই সুন্নাত আদায় হয়ে যাবে। তবে সতর্কতা হল প্রতিটি মসজিদেই ইতিকাফ করা। কেননা, কতিপয় উলামাগণের মতে প্রতি মসজিদেই ইতিকাফে বসাকে সুন্নত বলে থাকেন। [কিতাবুল মাসায়েল-২/১৮২]

وقيل سنة على الكفاية حتى لو ترك أهل بلدة بأسرهم يلحقهم الاسائة وإلا فلا كالتاذين (مجمع الأنهر-1\255، جديد-1\376، رد المحتار-3\430)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *