ইসলাম

স্বামী ফিরে পেলো স্ত্রীকে

একবার লুলুই গোত্রের এক ব্যবসায়ী কাফেলা কূফায় আগমন করলো। তাদের মধ্যে একজনের স্ত্রী ছিলো খুবই সুন্দরী। কূফার এক ধনী ব্যক্তির সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠলো। কূফার লোকটি দাবি করে বসলো, এই মহিলা তার স্ত্রী।

মহিলাকে জিজ্ঞেস করা হলে মহিলাও স্বীকার করে নিলো। এদিকে মহিলার আসল স্বামী অত্যন্ত বিচলিত হয়ে পড়লো । তার বক্তব্য, এই মহিলা তার স্ত্রী। কিন্তু তার পক্ষে কোনো প্ৰমাণ ছিলো না।

ঘটনাটি ইমাম আবু হানীফা রহ. এর নিকট পেশ করা হলো। তিনি কাজী ইবনে আবি লায়লা রহ., অন্যান্য কাযী, ওলামায়ে কিরাম ও সেই মহিলার সাথে আরো কিছু মহিলাকে নিয়ে লুলুই গোত্রের তাঁবুর কাছে গেলেন। সেখানে গিয়ে ইমাম আবু হানীফা রহ. মহিলাদেরকে তাঁবুতে প্রবেশ করার নির্দেশ দিলেন। মাহিলারাও তা-ই করতে লাগলো। কিন্তু তারা যখন তাঁবুর নিকটবর্তী হলো, তখন ব্যবসায়ীদের কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠলো। কুকুরগুলো মহিলাদেরকে তাঁবুতে প্রবেশ করতে বাধা প্রদান করলো।

তারপর ইমাম আবু হানীফা রহ. সেই মহিলাকে একাকী তাঁবুতে প্রবেশ করতে বললেন। মহিলা যখন তাঁবুর কাছাকাছি গেলো, তখন কুকুরগুলো তাকে দেখে কোনো আওয়াজ করলো না, বরং তাকে খোশামোদ করতে লাগলো এবং তার কাছে গিয়ে লেজ নাড়তে লাগলো।

ইমাম আবু হানীফা রহ. বললেন, বাহ্! এই তো সত্য বেরিয়ে এসেছে। মাসআলার সমাধানও হয়ে গেছে। পরে মহিলাকে জিজ্ঞেস করা হলো। সে অপরাধের কথা স্বীকার করে বললো, শয়তানের ধোঁকায় পড়ে সে নিজেকে কূফার লোকটির স্ত্রী হিসেবে স্বীকার করেছিলো।

তথ্যসূত্র:

বই : ইমাম আযম আবু হানীফা রহ. এর ঈমানদীপ্ত গল্প

লেখক : মুফতি মাহফুজ মোসলেহ

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *