জাহান্নামীদের খাদ্য
জাহান্নামীদের খাদ্য হিসাবে আল্লাহ তা’আলা যাক্কুম এবং কাঁটাযুক্ত এক প্রকার গাছ নির্ধারণ করেছেন। অথচ ইহা মুলত খাদ্য নয় । বরং ইহা জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার একটি উপকরণ মাত্র । আল্লাহ তা’আলা বলেন, لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلا مِن ضَرِيْع – لا يُسْمِنُ وَلاَ يُغْنِي مِن جُوعٍ ‘তাদের জন্য খাদ্য থাকবে না কাঁটাযুক্ত ফল ব্যতীত, যা তাদেরকে পুষ্ট…