জাহান্নামীদের খাদ্য

জাহান্নামীদের খাদ্য হিসাবে আল্লাহ তা’আলা যাক্কুম এবং কাঁটাযুক্ত এক প্রকার গাছ নির্ধারণ করেছেন। অথচ ইহা মুলত খাদ্য নয় । বরং ইহা জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার একটি উপকরণ মাত্র । আল্লাহ তা’আলা বলেন, لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلا مِن ضَرِيْع – لا يُسْمِنُ وَلاَ يُغْنِي مِن جُوعٍ ‘তাদের জন্য খাদ্য থাকবে না কাঁটাযুক্ত ফল ব্যতীত, যা তাদেরকে পুষ্ট…

জাহান্নামীদের চেহারা

আল্লাহ তা’আলা জাহান্নামীদের এমন কালো কুৎসিত চেহারায় পরিণত করবেন, যেন তা অন্ধকার রাত্রি সমতুল্য । আল্লাহ তা’আলা বলেন, يَوْمَ تَبْيَضُ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوْهُ فَأَمَّا الَّذِيْنَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيْمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ – ‘সেদিন কতক মুখ উজ্জ্বল হবে এবং কতক মুখ কালো হবে। যাদের মুখ কালো হবে তাদেরকে বলা হবে, ঈমান আনায়নের…

জাহান্নামীদের দেহের আকৃতি

আল্লাহ তা’আলা জাহান্নামীদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেয়ার লক্ষ্যে তাদেরকে বিশালাকৃতির দেহ দান করবেন। যেমন- তাদের এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব হবে দ্রুতগামী ঘোড়ার তিন দিনের পথ, এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, চামড়া হবে তিন দিনের পথ সমতুল্য পোর বা মোটা । এ সম্পর্কে হাদীছে এসেছে, عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى…

জাহান্নামীদেরকে যেভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে

আল্লাহ তা’আলা জাহান্নামীদের কঠিন শাস্তি দেয়ার জন্য তাদের মুখমণ্ডল মাটিতে রেখে এবং পাঁ উপর দিকে উঠিয়ে তাদের গলায় বেড়ি ও শৃংখলিত করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তা’আলা বলেন, وَسِيْقَ الَّذِيْنَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوْهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِنْكُمْ يَتْلُوْنَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنْذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ…

সাপ ও বিচ্ছু

হাদীস ঃ হযরত আবদুল্লাহ ইবনে হারেস যুবায়দী (রহঃ) বলেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান— إِنَّ فِي النَّارِ حَيَّاتُ كَأَعْنَاقِ الْبُخَاتِي تَلْسَعُ إِحْدَاهُنَّ التَّسْعَةَ فَيَجِدُ حَموُهَا إِلى اَرْبَعِينَ خَرِيْفًا وَأَنَّ فِي النَّارِ عَقَارِبُ كَأَمْثَالِ الْبِغَالِ الْمُؤكَنَةِ تَلْسَعُ اِحْدَاهُنَّ التَّسْعَةَ فَيَجِدُ حَمْوَتَهَا أَرْبَعِينَ سَنَةً – জাহান্নামে মোটা উটের গর্দানের মত সাপ রয়েছে। এ সাপ যাকেই…

জাহান্নামের ক্রোধ ও তার ভয়াবহ শব্দ

আল্লাহ্ তা’আলা এরশাদ ফরমান— إِنَّ الَّذِينَ سَبَقَتْ لَهُمْ مِنَّا الْحُسْنَى أُولبِكَ عَنْهَا مُبْعَدُونَ . لَا يَسْمَعُوْنَ حَسِيْسَهَا * وَهُمْ فِي مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خَلِدُونَ * যাদের জন্য প্রথম থেকেই আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত রয়েছে, তাঁরা দোযখ থেকে দূরে থাকবে। তাঁরা তার ক্ষীণতম শব্দও শুনবে না এবং তাঁরা তাদের বাসনা অনুযায়ী চিরকাল সেখানে বসবাস করবে।…