জাহান্নামের ক্রোধ ও তার ভয়াবহ শব্দ

আল্লাহ্ তা’আলা এরশাদ ফরমান— إِنَّ الَّذِينَ سَبَقَتْ لَهُمْ مِنَّا الْحُسْنَى أُولبِكَ عَنْهَا مُبْعَدُونَ . لَا يَسْمَعُوْنَ حَسِيْسَهَا * وَهُمْ فِي مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خَلِدُونَ * যাদের জন্য প্রথম থেকেই আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত রয়েছে, তাঁরা দোযখ থেকে দূরে থাকবে। তাঁরা তার ক্ষীণতম শব্দও শুনবে না এবং তাঁরা তাদের বাসনা অনুযায়ী চিরকাল সেখানে বসবাস করবে।…