ইবাদত

তায়াম্মুমের ফরজ, পদ্ধতি ইত্যাদি

তায়াম্মুমের ফরয ৩টি

১. পবিত্র হওয়া বা ইবাদত সহীহ হওয়ার নিয়ত করা। এভাবে বলা যায়- আমি (নামাযের জন্য) পবিত্রতা হাসিল করতে তায়াম্মুম করছি। -সূরা নিসা : ৪৩

২. পাক মাটিতে হাত মেরে মুখমণ্ডল মাসাহ করা ৷

৩. পাক মাটিতে হাত মেরে কনুইসহ উভয় হাত মাসাহ করা। -হিদায়া, ১/৫০-৫১

তায়াম্মুমের তরীকা

১. তায়াম্মুমের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ পড়া । -মুসনাদে আহমদ, হাদীস নং- ১২৬৯৪

২. হাতের আঙ্গুল ফাঁক করে দুই হাতের তালু পবিত্র মাটি অথবা মাটিজাতীয় জিনিসের উপর মারবে। যদি হাতে ধূলা বেশি লাগে, তবে দুই হাতের পিঠ পরস্পর টোকা দিয়ে ধূলা-বালি ঝেড়ে নিবে। -সহীহ মুসলিম, হাদীস নং- ৩৬৮

৩. দুই হাতের আঙ্গুলের মাথা একত্র করে হাতের তালু এবং আঙ্গুলের পেট দ্বারা কপালের চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, উভয় পাশে কান পর্যন্ত একবার মুখমণ্ডল মাসাহ করবে।

৪. আবার দুই হাতের তালু মাটি অথবা মাটিজাতীয় জিনিসের উপর মারবে। ধূলা বেশি লাগলে পূর্বের তরীকায় ঝেড়ে নিবে।

৫. তারপর ডান হাতের আঙ্গুলের মাথার পিঠে বাম হাতের আঙ্গুলের পেট রাখবে। -শামী

৬. তারপর বাম হাতকে টেনে ডান হাতের কনুই পর্যন্ত নিয়ে যাবে। এরপর বাম হাতের তালু ও বৃদ্ধাঙ্গুলের পেট ডান হাতের কনুইয়ের উপরের দিক থেকে এমনভাবে টেনে নিয়ে যাবে, যাতে বাম হাতের বৃদ্ধাঙ্গুলের পেট ডান হাতের বৃদ্ধাঙ্গুলের পিঠের উপর দিয়ে যায়। অনুরূপভাবে ডান হাত দিয়ে বাম হাত মাসাহ করবে। -শরহে বেকায়া

৭. এক হাতের আঙ্গুলের পেট দ্বারা অন্য হাতের আঙ্গুলের পিঠের দিক দিয়ে খেলাল করবে। -শরহে বেকায়া

৮. তায়াম্মুম গোসল এবং উযূ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। তায়াম্মুম একজন অন্যজনকে করিয়ে দিতে পারে। শুধু যার তায়াম্মুম, নিয়ত তারই করতে হবে। -ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৩১, আলবাহরুর রায়েক ১/২৪৬

তথ্যসূত্রঃ

কিতাবঃ তা’লীমুস সুন্নাহ ও আমালে প্রচলিত ভুল সংশোধন সংকলকঃ অধ্যক্ষ মুহাম্মাদ মিজানুর রহমান চৌধুরী খলীফা – মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহঃ

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *