প্রশ্নোত্তর

তরকারীর স্বাদ বুঝার জন্য তরকারী মুখে নিয়ে চেখে দেখলে রোযা হবে কি?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

শায়েখ! কেউ যদি রোজা রেখে খানা পাক করার সময় লবন চেক করে কম হল নাকি বেশী হল তার পড় থুতু ফেলে দিল এই জন্য কি রোজার কোন ক্ষতি হবে?

জাজাকাল্লাহ।

প্রশ্নকর্তা- মোঃ শরীফুল ইসলাম জিহাদ

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি তা গলার ভিতর প্রবেশ না করে, তাহলে রোযার কোন ক্ষতি হবে না।

9277 – حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ جَابِرٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «لَا بَأْسَ أَنْ يَذُوقَ الْخَلَّ أَوِ الشَّيْءَ، مَا لَمْ يَدْخُلْ حَلْقَهُ وَهُوَ صَائِمٌ» (المصنف لابن ابى شيبة-6/202، رقم-9277)

7511 – عَنِ الثَّوْرِيِّ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ: «كَانَ لَا يَرَى بَأْسًا أَنْ تَمْضُغَ الْمَرْأَةُ الصَّائِمَةُ لِصَبِيِّهَا» (المصنف عبد الرزاق-4/207، رقم-7511

والله اعلم بالصواب

উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *