উমর নামের প্রভাব

উমর নামের প্রভাব

ইমাম আবু হানীফা রহ. এর নাতী ইসমাঈল ইবনে হাম্মাদ রহ. বলেন, আমাদের প্রতিবেশীদের মধ্যে একজন শিয়া ছিলো। সে সাহাবায়ে কিরামের সমালোচনা করতো, তাদেরকে প্রচণ্ড ঘৃণা করতো এবং তাদের প্রতি চরম শত্রুতা পোষণ করতো ।

আবু বকর ও উমর রা. এর নাম শুনলেই তার শরীর রি রি করতো। এমনকি সে তার দুটি খচ্চরের নাম রেখেছিলো দুজন বর্ষীয়ান সাহাবীর নামে। একটির নাম রেখেছিলো আবু বকর। অপরটির নাম উমর

একদিন একটি খচ্চর তাকে লাথি মারলো। শরীরের স্পর্শকাতর জায়গায় লাথি লাগার কারণে সে অসুস্থ হয়ে পড়লো। সেই অসুস্থতায়ই সে মারা গেলো ।

ইমাম আবু হানীফা রহ. এই খবর জানতে পেরে বললেন, খোঁজ নিয়ে দেখো, যে খচ্চরটির নাম সে উমর রেখেছিলো,সেটির লাথিতেই ওই লোক মারা গেছে।কারণ, কাজের মধ্যে নামের একটি প্রভাব অবশ্যই থাকে।

খোঁজ নিয়ে ইমাম আবু হানীফা রহ. এর কথার সত্যতা পাওয়া গেলো। আল্লাহ তাআলা উমর নামের সম্মান রক্ষা করেছেন এবং হযরত সাহাবায়ে কিরামের সাথে বেআদবীর কারণে দুনিয়াতেই শাস্তি দিয়ে তার মৃত্যু ঘটালেন।

তথ্যসূত্র:

বই : ইমাম আযম আবু হানীফা রহ. এর ঈমানদীপ্ত গল্প

লেখক : মুফতি মাহফুজ মোসলেহ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *