উপস্থিত বুদ্ধি
আবদুল্লাহ ইবনে মুবারক রহ. বর্ণনা করেন, একদা আমি মক্কা নগরীতে ইমাম আবু হানীফা রহ.-কে দেখতে পেলাম। তাঁর পাশে আলেম-ওলামা, মুহাদ্দিস ও ফকীহদের বড় এক জামাত ।
তাদের সামনে রয়েছে রুটি, ভুনা উটের বাচ্চা ও সিরকা। তারা সিরকা দিয়ে ভিজিয়ে রুটি খেতে চাচ্ছেন, কিন্তু সিরকা ঢালার জন্য কোনো পাত্র পাচ্ছেন না।
এরপর আমি দেখতে পেলাম, ইমাম আবু হানীফা রহ. বালুর মধ্যে ছোট একটি গর্ত করলেন। দস্তরখানটি গর্তের উপর বিছিয়ে সিরকা ঢেলে দিলেন। তারপর বললেন, নাও, এবার ভালোভাবে সিরকা দিয়ে খাও। উপস্থিত ওলামায়ে কিরাম বললেন, হযরত আপনার প্রতিটি বিষয় সুন্দর ও চমৎকার। সকল কাজ আপনি সুন্দর সুচারুরূপে আঞ্জাম দিয়ে থাকেন।
লোকটি আদালতে এসে কাজী সাহেবকে ইমাম আবু হানীফা রহ. এর শিখিয়ে দেয়া প্রশ্ন জিজ্ঞেস করলো। তার প্রশ্ন শুনে কাজী ইবনে আবী লায়লা রহ. অত্যন্ত অনুতপ্ত হলেন এবং তার সাক্ষ্য গ্রহণ করলেন।
তথ্যসূত্র:
বই : ইমাম আযম আবু হানীফা রহ. এর ঈমানদীপ্ত গল্প
লেখক : মুফতি মাহফুজ মোসলেহ