ওযু ভঙ্গের কারণসমূহ

১. পায়খানা প্রসাবের রাস্তা দিয়া কোনো কিছু (পেশাব, পায়খানা, বীর্য,মযী, হাওয়া, রক্ত, কৃমি, পাথর ইত্যাদি) বের হলে ওযু ভঙ্গ হয়।১৪৬

অনুরূপভাবে দেহের অন্যান্য অঙ্গ থেকে (যেমন অপারেশন করে পেট থেকে পাইপের মাধ্যমে) অপরিত্র (বিশেষ করে পেশাব-পায়খানা) বের হলেও ওযু ভঙ্গ হয়ে যাবে।১৪৭

২ . মুখ ভরিয়া বমি হওয়া ৷

৩ . শরীরের কোনো জায়গা হতে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া।

৪ . থুতুর সাথে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া।

৫ . চিৎ বা কাত হয়ে হেলান দিয়া ঘুম যাওয়া ৷

এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা. বলেন : “রাসূলুল্লাহ সা. বলেন : চোখ হলো মলদ্বারের বাঁধন। সুতরাং যে ঘুমিয়ে যায়, সে যেন ওযু করে। “(আহমাদ, সুনানে আবু দাউদ, ইবনে মাযাহ, মিশকাতুল মাসাবীহ ৩১৬, সহীহুল জামে’৪১৪ নং হ্দীস)

৬.পাগল, মাতাল বা অচেতন হওয়া।

৭. নামাযে উচ্চঃস্বরে হাসা।

তথ্যসূত্র :

বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত

লেখক: শাইখ খালীল আল হোসেনান

অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্‌ মুহাম্মাদ আবদুর রাহীম

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *