প্রশ্নোত্তর

ঘুম থেকে উঠে কাপড়ে মজি দেখলে হুকুম কী?

প্রশ্ন

আমি অনেক সময় ফজরে ঘুম থেকে উঠে দেখি হালকা তরল পদার্থ ( রঙ পানির মতো , কিন্তু হালকা আঠালো) বের হচ্ছে । কিন্তু কোনো বীর্জপাত বা স্বপ্নদোষ এর লক্ষণ নেই ( এবং আমি নিশ্চিত ও থাকি যে এমন কিছু হয় নি ) । এমন অবস্থায় করণীয় কি ? অযু করে নামাজ আদায় করলেই কি নামাজ হবে ?

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি নিশ্চিত হোন যে, এটি বীর্য নয়, তাহলে শুধুমাত্র উক্ত স্থান ধৌত করে অযু করে নিলেই হবে। গোসল করতে হবে না।

عن على رضى الله عنه قال: سألت النبى صلى الله عليه وسلم عن المذى: فقال: من المذى الوضوء (سنن الترمذى، رقم-114)

لا عند مذى أى لا يجب الغسل عند خروج مذى أو ودى بل الوضوء منه ومن البول جميعا على الظاهر أى بل يجب الوضوء منه، أى من الودى ومن البول جميعا (رد المحتار، زكريا-1/304)

والمذى ينقض……، وكذا الودى ينقض الوضوء (الفتاوى التاتارخانية-1/232، رقم-137)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *