রাস্তার ভিজা কুকুর শরীর বা কাপড়ে লাগলে হুকুম কী?
প্রশ্ন
আসসালামু আলাইকুম, জনাব আমরা জানি যে আমাদের দেশে রাস্তা ঘাটে প্রচুর পরিমাণে কুকুর দেখা যায়, যার সিংহভাগ কুকুরই নোংরা, ময়লা অবস্থায় থাকে, এখন আমার জানার বিষয় হলো যদি কুকুরের শরীর ভেজা থাকে, আর সেই কুকুর যদি কোনো মানুষের শরীর অথবা কাপড়ে স্পর্শ করে, তাহলে সেই কাপড় অথবা শরীর কি নাপাক হয়ে যাবে? শরীয়তের আলোকে এর উত্তর দিলে কৃতজ্ঞ থাকবো।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুকুরের শরীর যদি এমন ভিজা হয় যে, তার চুল ভেদ করে চামড়া পর্যন্ত ভিজা হয়। তাহলে উপরোক্ত ভিজা কুকুর শরীর বা কাপড়ে লাগলে তা নাপাক হয়ে যাবে।
যেমন নালায় ডুবে আসা কুকুর। বা প্রবল বৃষ্টিতে চামড়া পর্যন্ত ভিজে যাওয়া কুকুর। এমন ভিজা কুকুর শরীর বা কাপড়ে লাগলে শরীর নাপাক হয়ে যাবে।
কিন্তু যদি কুকুরের চামড়া পর্যন্ত ভিজা না থাকে, বরং শুধুমাত্র চুল ভিজা হয়, যেমন কেউ তার উপর অল্প পানি ফেলে দিল। বা হালকা বৃষ্টিতে শুধু চুল ভিজে গেল। তাহলে অন্য কোন নাপাক না থাকলে উক্ত ভিজা কুকুর শরীর বা কাপড়ে লাগলে শরীর ও কাপড় নাপাক হবে না। তবে অন্য কোন নাপাক শরীরে থাকলে নাপাক হয়ে যাবে।
وإذا نام الكلب على حصير المسجد، إن كان يابسا لا يتنجس، وإن كان رطبا ولم يظهر النجاسة، فكذلك (الفتاوى التاتارخانية-1/439، رقم-1114، الفتاوى الهندية-1/48، جديد-1/103، قاضى خان على هامش الهندية-1/61)
الكلب إذا دخل الماء ثم خرج وانتفض، فأصاب ثوب إنسان أفسده، ولو أصابه ماء المطر وباقى المسئلة بحالها لم يفسده، لأن فى الوجه الأول الماء أصاب جلده وجلده نجس، وفى الوجه الثانى: أصاب شعره وشعره ليس بنجس (الفتاوى التاتارخانية-1/319، رقم-569، المحيط البرهانى-1/257، رقم-383)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]