আশুরার রোযা কি শুধু নয় দশ নাকি দশ এগারোও প্রমাণিত?
প্রশ্ন
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আগামী বছর বেচে থাকলে আমি অবশ্যই ৯ই মহররম সহ সিয়াম রাখব। অন্য বরননায় এসেছে, ইনশা আল্লাহ আমরা ৯ই মহররম সহ সিয়াম রাখব। রাবী বলেন, কিন্তু পরের বছর আসার আগেই তার মৃত্যু হয়ে যায়।[ মুসলিম –১১৩৪]
এই হাদিস দ্বারা কি আশুরার রোজা ৯,১০ ই মুহররম তারিখ মুস্তাহাব। ১০,১১ ই মুহররম কি রোজা রাখার কোন দলিল নাই?
ashik iqubal,
উত্তর
بسم الله الرحمن الرحيم
আশুরার রোযা, ৯ ও ১০ ই মুহররম যেমন রাখা যায়, তেমনি ১০ ও ১১ তারিখও রাখা যায়। উভয় অবস্থারই দলীল বিদ্যমান রয়েছে।
হাদীসে এসেছে,
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” صُومُوا يَوْمَ عَاشُورَاءَ، وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ، صُومُوا قَبْلَهُ يَوْمًا، أَوْ بَعْدَهُ يَوْمًا
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আশুরার রোযা রাখ ইহুদীদের সাদৃশ্য পরিত্যাগ করে; আশুরার আগে বা পরে আরো একদিন রোযা রাখ। [মুসনাদে আহমাদ, হাদীস নং-২১৫৪, ১/২৪১]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।