ইবাদত

বীর্যপাতের দ্বারা রোযা ভঙ্গ করলে কাযা ও কাফফারা উভয়টি আবশ্যক?

প্রশ্ন

আমি ২০২০ সালের রমজানে কিছু রোজা জ্বর আসার কারনে,কিছু রোজা জ্বর পরবর্তী অনিচ্ছা সত্বে,এবং ২-৪ টির মত রোজা নিজ ইচ্ছায় বীর্যপাতের দ্বারা ভংগ করেছি,বীর্যপাত হারাম জানি,তবুও পাপ আমার দ্বা্রা হয়ে গিয়েছে,অন্যান্য রোজা গুলোর জন্যে কাজা আবশ্যক তা জানি,কিন্তু বীর্যপাতের দ্বারা ভংগকৃত রোজার জন্যে কি কাযা কাফফারা দুটোই ওয়াজিব নাকি শুধু কাযা তা নিয়ে দুটি স্থান থেকে দু ধরনের তথ্য পেলাম,নিচে আমি সংযুক্ত করে দিচ্ছি,এই বিষয়টায় আলোকপাত করলে অনেক উপকার হত।

উত্তর

بسم الله الرحمن الرحيم

অসুস্থ্যতার কারণে ভঙ্গ করা রোযা এবং হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাতের দ্বারা ভঙ্গ করা সকল রোযার কাযা আদায় করা আবশ্যক। কাফফারা লাগবে না।

তবে সহবাসের দ্বারা রোযা ভঙ্গ করলে কাযা ও কাফফারা উভয়টি আবশ্যক।

الصَّائِمُ إذَا عَالَجَ ذَكَرَهُ حَتَّى أَمْنَى يَجِبُ عَلَيْهِ الْقَضَاءُ، وَهُوَ الْمُخْتَارُ كَذَا فِي التَّجْنِيسِ والولوالجية وَبِهِ قَالَ عَامَّةُ الْمَشَايِخِ كَذَا فِي النِّهَايَةِ (البحر الرائق، كتاب الصوم، باب ما يفسد الصوم وما لا يفسده-2/475، وكذا فى الهندية-1/205، الباب الرابع فيما يفسد وما لا يفسد، كتاب الصوم)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *