ব্যাপকার্থবোধক দু’আ করা সুন্নাত
রাসূলুল্লাহ সা. ব্যাপকার্থবোধক দু’আ পছন্দ করতেন।
এ প্রসঙ্গে রাসূলের হাদীস عَنْ عَائِشَةَ رضى اللهُ عَنْهَا ، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَحِبُّ الْجَوَامِعَ مِنَ الدُّعَاءِ ، وَيَدَعُ مَا سِوَى ذَلِكَ.
“হযরত আয়িশা রা. হতে বর্ণিত। তিনি বলেছেন: রাসূলুল্লাহ সা. ব্যাপক অর্থবোধক দু’আ করতে পছন্দ করতেন এবং এটা বাদে অন্যগুলো (অর্থহীন) দু’আ ছেড়ে দিতেন।”(সুনানে আবু দাউদ, হাদীস নং: ১৪৮২।)
কয়েকটি ব্যাপকার্থবোধক দু’আ হলো
১. যেমন আল্লাহ তা’আলার বাণী— رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ. “হে আমাদের প্রভু! আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দাও, আর আগুনের শাস্তি থেকে আমাদের মুক্তি দাও।”(আল কুর’আন, সূরা বাকারা ২:২০১)
২. যেমন আল্লাহর বাণী— رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ .
“হে আমাদের প্রতিপালক! আমাদের একবার হিদায়াত দেয়ার পর আমাদের অন্তর বক্র করে দিও না। আর তোমার পক্ষ থেকে আমাদের রহমত দান কর । নিশ্চয়ই তুমি বড় দানশীল। (”আল কুর’আন, সূরা আলে ইমরান ৩:৮)
৩. যেমন আল্লাহর বাণী- رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ.
“হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গোনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা কর।(আল কুর’আন, সূরা আলে ইমরান ৩:১৬)
৪. যেমন আল্লাহর বাণী- رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ.
“হে আমাদের পালনকর্তা! অতঃপর আমাদের সকল গোনাহ মাফ কর এবং আমাদের সকল দোষত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে ।”(আল কুর’আন, সূরা আলে ইমরান ৩:১৯৩)
৫. যেমন আল্লাহর বাণী- رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرُ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ.
“তারা উভয়ে বলল: হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব।(আল কুর’আন, সূরা আ’রাফ ৭:২৩।)
তথ্যসূত্র :
বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত
লেখক: শাইখ খালীল আল হোসেনান
অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্ মুহাম্মাদ আবদুর রাহীম