প্রশ্ন আস সালামু আলায়কুম। প্রশ্ন- মসজিদের ঘর সংস্কারে জামাতের সদস্য গনের নিকট দান হিসাবে যে টাকা জমা হল, তাতে দেখতে পাই দাতার মধ্যে অনেকে হারাম টাকা দিয়েছে, তারা প্রকাশ্য হারাম কারবার করেন, আমরা সবাই জানি, সেই টাকা নিয়ে আমরা মসজিদের কাজ করতে পারি? দাতারা ও জানে তারা হারাম টাকা দিচ্ছেন, আমি মসজিদের সরদার হিসাবে কি করতে পারি ? উত্তর وعليكم السلام ورحمة الله ...