ইসলাম

একজনের অংশ জেনেই ওয়ারিসদের সংখ্যা বলে দিলেন

ইমাম ওয়াকী ইবনুল জাররাহ রহ. থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা ইমাম আবু হানীফা রহ. এর মজলিসে বসা ছিলাম । এমন সময় এক মহিলা এসে বললো, আমার ভাই মারা গেছে। সে রেখে গেছে ছয়শত দীনার। কিন্তু যখন তার রেখে যাওয়া সম্পদ বণ্টন করা হলো, তখন ছয়শত দীনার থেকে আমাকে মাত্র এক দীনার দেয়া হলো। আমার ধারণা ছিলো, মৃত ব্যক্তির বোন হওয়ায় আমি নাতির চেয়ে বেশি পাবো। কিন্তু আমার সাথে অবিচার করা হয়েছে।

ইমাম আবু হানীফা রহ. মহিলাকে জিজ্ঞেস করলেন, এই বণ্টন কে করেছে?

দাউদ তায়ী ।

সেটাই তোমার প্রাপ্য। দাউদ তায়ী সঠিক বণ্টন করেছে।

কিভাবে? তোমার ভাই কি দুই ছেলে রেখে যাননি ?

হ্যাঁ ।

আর তার মাও জীবিত আছেন, স্ত্রীও আছে। এ ছাড়া তার বারো ভাই, এক বোন আছে।

হযরত! আপনি একেবারে ঠিক বলেছেন ।

ইমাম আবু হানীফা রহ. বিষয়টি বিস্তারিত বুঝিয়ে দিলেন। মৃত ব্যক্তির দুই ছেলে পাবে দুই-তৃতীয়াংশ অর্থাৎ চারশত দীনার । আর মা পাবে ছয় ভাগের এক ভাগ, তথা একশত দিনার। আর স্ত্রী পাবে আট ভাগের এক অর্থাৎ পঁচাত্তর দীনার। বাকি থাকে পঁচিশ দিনার, যা তার বারো ভাই ও এক বোনের মধ্যে ভাগ হবে। বারো ভাই দুই দীনার করে পাবে চব্বিশ দীনার। আর এক বোন পাবে এক দীনার । অতএব দাউদ তায়ীর বণ্টন ভুল হয়নি, সম্পূর্ণ ঠিক হয়েছে।

তথ্যসূত্র:

বই : ইমাম আযম আবু হানীফা রহ. এর ঈমানদীপ্ত গল্প

লেখক : মুফতি মাহফুজ মোসলেহ

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *