হায়েজ বন্ধ হয়েছে কখন বুঝবে?
প্রশ্ন
আসসালামু আলাইকুম,
নারীরা তাদের ঋতুস্রাব বন্ধের ব্যাপারে কিভাবে নিশ্চিত হবে? যদি সতর্কতা হিসেবে আগেই নামায পড়ে, কিন্তু পরে সামান্য লাল/হলুদ স্রাব দেখতে পায়। (এটা কি ঋতুস্রাব এর অন্তর্গত?) তাহলে কি গুনাহ হবে?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রক্ত একদম বন্ধ হয়ে গেলে হায়েজ বন্ধ হয়েছে বলে ধর্তব্য হবে। কিংবা সাদা স্রাব আসা শুরু হলেও বুঝবে যে, হায়েজ বন্ধ হয়ে গেছে।
হায়েজ শুরু হবার পর থেকে যদি দশদিন অতিক্রান্ত না হয়, এর মাঝে দুই একদিন বন্ধ থেকে আবার অল্প রক্ত দেখা দেয়, তাহলে সেই রক্ত বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। কারণ সেই সময়টাও হায়েজের অন্তর্ভূক্ত ধরা হবে।
তবে রক্ত বন্ধ হয়ে যাবার পর সতর্কতা হিসেবে নামায পড়াতে কোন গোনাহ হবে না।
তবে প্রতিমাসে এমন আদত থাকলে এ সময় নামায পড়বে না।
وما سوى البايض الخالص حيض، (كنز الدقائق) إعلم أن ألوان الدماء ستة، السواد، والحمرة، والصفرة، والكدرة، والخضرة، والتربية الخ، وكل هذه الألوان حيض فى أيام الحيض (البحر الرائق-1/192)
أخرج عبد الرزاق عن الثورى فى المرأة تكون حيضتها ستة أيام ثم تحيض يومين ثم تطهر، قال: تغتسل وتصلى، فإن رأت الحيض بعد ذلك أمسك حتى تطهر إلى عشر، فإن زادت على عشر فهى مستحاضة، تقضى الأيام التى زادت على قرئها (مصنف عبد الرزاق-1/300، رقم-1153)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]